বার্তা পরিবেশক : কুতুবদিয়ায় সুরক্ষা সেবার আওতায় ৫২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।
স্বাস্থ্য, সম্পদ ও ঋণ সুরক্ষা সেবা বাবদ ১৩ জন উপকারভোগীর মাঝে ৫২ হাজার টাকার দাবী প্রদান করেছেন বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
জাইকা ও পল্লী কর্ম সাহয়ক ফাউন্ডেশনের সহযোগীতায় টেকসই দারিদ্র্য নিরসনের জন্য অন্তর্ভুক্তিমূলক ঝুঁকি প্রশমন কর্মসূচির (আইআরএমপি) প্রকল্পের আওতায় কক্সবাজারের কুতুবদিয়ায় রবিবার (১২ নভেম্বর) এ অর্থ প্রদান করা হয়।
কোস্ট কুতুবদিয়া শাখার প্রায় দুই হাজার সদস্য এই প্রকল্পের অন্তর্ভূক্ত। সুরক্ষা সেবায় নরমাল ডেলিভারীর জন্য প্রতিটি সদস্যকে ২ হাজার, সিজারিয়ান ডেলিভারীর জন্য ৮ হাজার, মৃত্যু ব্যক্তির ঋণ মওকুফসহ দাফনের জন্য ৫ হাজার, জরায়ু অপারেশনের জন্য ৮ হাজার এবং সম্পদ সেবায় আগুনে ঘর পুড়ে যাওয়া বাবদ ১০ হাজার টাকা করে দেয়া হয়।
সেবা নিতে আসা সদস্য তাসমিন বেগম বলেন, কিছু দিন পুর্বে হাসাপাতালে সিজার ডেলিভারীতে আমার সন্তানের জন্ম হয়। প্রকল্পের শর্ত মোতাবেক আমি স্বাস্থ্য সুরক্ষা বাবদ ৮ হাজার টাকা পেয়েছি। প্রকল্পে আমি মাত্র একশত টাকা জমা দিয়ে এই সেবা পেলাম। গত বছরও আমি সাইক্লোন হামুনের সময় ৮০০ টাকা সহায়তা পেয়েছি।
সংস্থাটি আমাদের সাইক্লোন, স্বাস্থ্য, সম্পদ ও ঋনের ঝুঁকি নেওয়ায় আমরা কিছুটা হলেও নিজেদেরকে সুরক্ষিত ভাবছি।