সংবাদদাতা : কক্সবাজার সদর উপজেলার পূর্ব খরুলিয়া নয়াপাড়ার কুখ্যাত দস্যু মো. উল্লাহর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। তার নেতৃত্বে ২৩ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রবাসি শামসুল হুদার বসতভিটায় হামলা করেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার। এ ঘটনার ভিত্তিতে কক্সবাজার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনায় আহতরা হলেন, রামু কলেজের ছাত্র মো. রায়হান, আব্দুল আল মামুন পারভেজ , রিদুয়ান ফারেছ, বিলকিস আরাসহ আরও কয়েকজন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খরুলিয়া এলাকার ত্রাস মো. উল্লাহ বাহিনীকে চাঁদা না দিয়ে কোন কাজ করতে পারে না বলে জানিয়েছে অনেকে।
Advertisements