খরুলিয়ার ত্রাস মুহাম্মদ উল্লাহ'র রাম রাজত্বে অতিষ্ঠ সাধারণ জনগন - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০১৯-১১-২৫ ১৬:৪৩:৪৭

খরুলিয়ার ত্রাস মুহাম্মদ উল্লাহ’র রাম রাজত্বে অতিষ্ঠ সাধারণ জনগন

সংবাদদাতা : কক্সবাজার সদর উপজেলার পূর্ব খরুলিয়া নয়াপাড়ার কুখ্যাত দস্যু মো. উল্লাহর অত্যাচারে অতিষ্ট এলাকাবাসি। তার নেতৃত্বে ২৩ নভেম্বর সকাল ৮ টার দিকে প্রবাসি শামসুল হুদার বসতভিটায় হামলা করেছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার। এ ঘটনার ভিত্তিতে কক্সবাজার সদর থানার পুলিশ অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। ঘটনায় আহতরা হলেন, রামু কলেজের ছাত্র মো. রায়হান, আব্দুল আল মামুন পারভেজ , রিদুয়ান ফারেছ, বিলকিস আরাসহ আরও কয়েকজন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খরুলিয়া এলাকার ত্রাস মো. উল্লাহ বাহিনীকে চাঁদা না দিয়ে কোন কাজ করতে পারে না বলে জানিয়েছে অনেকে। [the_ad id=”36442″]ওই বাহিনীর সদস্যরা চাঁদাবাজি, ভূমিদখল, বাঁকখালী খাল থেকে বালি উত্তোলনসহ সকল প্রকার অবৈধ কর্মকাণ্ডে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায় না। কেউ কিছু বললে তাদেরকে হামলার শিকার হতে হয়। মোহাম্মদুল্লাহ গংদের ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এমন কোন কাজ নেই এলাকায় তারা করছে না। তাদের সবকিছু সমাজপতিরা দেখলেও না দেখার ভান করে আসছে। এদের জোর জুলুমের শিকার হয়ে অনেক ভুক্তভোগী পরিবার তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কোন প্রতিকার পায় না। উল্টো টাকার জোর আর প্রভাব খাটিয়ে তারা পার পেয়ে আসছে। যার কারণে বীরদর্পে তারা নানা অপকর্ম করে বেড়াচ্ছে।

আরো সংবাদ