খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক কোম্পানি বক্তব্য - কক্সবাজার কন্ঠ

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০৩-১৫ ১৮:৪১:২৫

খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক কোম্পানি বক্তব্য

কক্সবাজারের প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত বিতর্কিত ও বহুল সমালোচিত খুনিয়াপালং আওয়ামী লীগ সভাপতি আব্দুল হক কোম্পানি মৃত্যুর কোলে ঢলে পরেছেন শিরোনামে কক্সবাজার দূর্নীতি খবর নামে একটি ব্লগে পেজে প্রকাশিত হলুদ লেখাটি আমার দৃষ্ঠিগোছর হয়েছে।
আসলে আমার জনপ্রিয়তা দেখে চিহ্নিত প্রতিপক্ষ গ্রুপ এই বানোয়াট, বির্বজিত, মানহানিকর ও হলুদ সংবাদটি পোষ্ট করেছে। যা শাক দিয়ে মাছ ঢাকা ছাড়া আর কিছুই নয়, যা খুবই হাস্যকর বিষয়। আসলে আমি হার্টের রোগি। নিয়মিত চিকিৎসা গ্রহণ করে আসছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি সুস্থ এবং বাড়ীতেই আছি। পাশাপাশি সবার সাথে কৌশল বিনিময় থেকে শুরু করে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছি। আমি একজন ভদ্র ঘরের সন্তান এবং স্বাধীনতা স্বপক্ষের প্রতিষ্ঠিত পরিবারের একজন রাজনৈতিক নেতা। মূল কথা হচ্ছে, আমার প্রতিপক্ষ সিন্ডিকেট আমার জনপ্রিয়তায় ঈষান্বিত হয়ে এই ব্লগ পোষ্টে আবুল-তাবুল ও গাজাখুরি কথা বার্তা লিখেছে। এতে আমার মান সম্মান কমবে না বরং আরও দ্বিগুন বেড়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি কোনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি। প্রতিপক্ষরা জোর করে আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত করতে অপচেষ্টা চালিয়ে আসছে। যা খুবই লজ্জাজনক এবং সমাজ ও রাষ্ট্র এর জন্য ঘৃণিত কাজ। তাদের আইনের আওতায় আনার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। এব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবি হউক। আব্দুল হক কোম্পানি সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, খুনিয়া পালং ইউনিয়ন শাখা, রামু, কক্সবাজার।

আরো সংবাদ