» খুরুশকুল ব্রিজ সংলগ্ন ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস’র জমি অবৈধভাবে পুনরায় ব্যায়ামাগার ও দোকানগৃহ নিমার্ণ করতে না পারে তৎ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা খুরুশকুল ব্রিজ সংলগ্ন ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস’র জমি অবৈধভাবে পুনরায় ব্যায়ামাগার ও দোকানগৃহ নিমার্ণ করতে না পারে তৎ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা – কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৯-১০ ২০:১২:৫৫

খুরুশকুল ব্রিজ সংলগ্ন ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস’র জমি অবৈধভাবে পুনরায় ব্যায়ামাগার ও দোকানগৃহ নিমার্ণ করতে না পারে তৎ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

খুরুশকুল ব্রিজ সংলগ্ন ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস’র জমি অবৈধভাবে পুনরায় ব্যায়ামাগার ও দোকানগৃহ নিমার্ণ করতে না পারে তৎ জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা

বার্তা পরিবেশক : কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের খুরুশকুল ব্রিজ সংলগ্ন ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস নামক প্রতিষ্ঠানের মালিকানাধীন জমি অবৈধভাবে জবর দখল করে জামায়াত বিএনপির সিন্ডিকেট কর্তৃক ব্যায়ামাগার ও দোকানপাট নিমার্ণ করে এবং ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর চলাচলের রাস্তা বন্ধ করে ব্যায়ামাগারের সাইন বোর্ড নিমার্ণ করে চলাচলে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।

সূত্রে জানা যায়, খুরুশকুল ব্রিজ এর দক্ষিণাংশে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন এর মালিকানাধীন ৯.৫৬ একর জমি হয়। উক্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন বিগত ০৫/১১/১৯৮১ইং তারিখের রেজিঃযুক্ত ৭৫৫৭ নং দলিল মূলে ০.৮০ একর জমি ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর বরাবরে ৯৯ বৎসরের জন্য লিজ প্রদান  করে ৭ ও ৮নং প্লট চূড়ান্ত করে ট্রেসম্যাপ সহকারে জমির দখল হস্তান্তর করেন। উক্ত ৭ ও ৮ নং প্লটের ০.৮০ একর জমিতে চতুর্দিকে আর.সি.সি বাউন্ডারি ওয়াল নিমার্ণ করে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস ভোগ দখলে রত আছেন। উক্ত ভোগ দখলীয় জমির উপর দিয়ে খুরুশকুল রাস্তার মাথা হতে খুরুশকুল ব্রিজ পর্যন্ত জনসাধারণের জন্য রাস্তা নিমার্ণ করার প্রয়োজন হলে ভূমি অধিগ্রহণ কর্মকতার্ জেলা প্রশাসক এর কার্যালয়, কক্সবাজার হতে বিগত ২০০১—২০০২ইং সালে এল.এ মামলা নং— ১১/২০০১—২০০২ইং মামলা মূলে মোট ৩.৯৭৬০ একর জমি অধিগ্রহণ করার কথা থাকলেও উক্ত এল.এ ১১/২০০১—২০০২ইং মামলায় ২.৬৩৬০ একর জমি জমি অধিগ্রহণ করা হয়। ফলে ১.৩৪ একর জমি উক্ত এল.এ ১১/২০০১—২০০২ইং মামলার অধিগ্রহণ হতে বাদ পড়ে যায়।

পরবতীর্তে খুরুশকুল রাস্তা মাথা হতে ব্রিজ পর্যন্ত রাস্তা নিমার্ণ করতে গিয়ে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস্ এর লিজ প্রাপ্ত জমির আর.সি.সি বাউন্ডারী ভাঙ্গিয়া সড়ক ও জনপথ অধিদপ্তর  রাস্তা নিমার্ণ করেন। উক্ত আর.সি.সি বাউন্ডারী ভাঙ্গার কারণ জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগ জানান যে, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন এর সাথে যোগাযোগ করার জন্য বলেন। তাঁর কথা মতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন এর কর্মকতার্ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুন নবী সরকার এর সাথে যোগাযোগ করলে, তিনি উক্ত বিষয়ে অবগত হয়ে ভূমি অধিগ্রহণ কর্মকতার্র বরাবরে যোগাযোগ করার পরামর্শ দেন। তাঁর কথা মতে ভূমি অধিগ্রহণ কর্মকতার্র কার্যালয়ে আসলে ভূমি অধিগ্রহণ কর্মকতার্র সাথে উক্ত বিষয়ে আলোচনা করিলে, ভূমি অধিগ্রহণ কর্মকতার্ ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজ কতৃর্পক্ষকে জানান যে, উক্ত জমি অধিগ্রহণ হওয়ার বিষয়ে আপনার বরাবরে বিগত ১৬/০৬/২০০৩ তারিখ ২১৪ নং স্মারক মূলে চিঠি প্রদান করি এবং উক্ত চিঠি আপনি প্রাপ্ত হয়ে ভূমি অধিগ্রহণ কর্মকতার্র বরাবরে বিগত ২৩/০৭/২০০৩ইং তারিখ উক্ত চিঠির বিরুদ্ধে আপত্তি দাখিল করি।

কার্যালয়ের অফিস সহকারী বিগত ২৩/০৭/২০০৩ইং তারিখ উক্ত চিঠি রিসিভ করেন। উক্ত চিঠি পাওয়ার পর আপনার কার্যালয় হতে বিগত ৩০/০৯/২০০৩ইং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন বরাবরে একটি চিঠি প্রেরণ করেন। উক্ত চিঠি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন পাওয়ার পর উক্ত চিঠির আলোকে আপনার বরাবরে বিগত ১৩/১০/২০০৩ইং তারিখ এই মর্মে জানান যে, আবেদনকারীর আবেদিত জমি ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজকে ৯৯ বছরের জন্য লিজ প্রদান করেন। সেহেতু উপরোল্লিখিত ৩০/০৯/২০০৩ইং তারিখের চিঠিতে আপনি ভূমি অধিগ্রহণ কর্মকতার্ বলেন যে, “এল.এ মামলা নং— ১১/২০০১—২০০২ইং মামলায় মোট জমির পরিমাণ— ৩.৯৭৬০ একর জমি অধিগ্রহন করা হয়। তৎমধ্যে ১.৩৪ একর জমি পূর্বে মৎস্য উন্নয়ন কপোর্রেশনের অনুকূলে অধিগ্রহণ হওয়ায় কোন সরকারী প্রতিষ্ঠানের অনুকূলে একবার অধিগ্রহণকৃত জমি পূনবার্র অধিগ্রহণের কোন সুযোগ নেই।

এই বিষয়ে অধিগ্রহণ ম্যানুয়েল এর ৭৫নং অনুচ্ছেদ মোতাবেক ঐ রূপ জমি অন্য সরকারী কাজে প্রয়োজন হলে বিধান অনুযায়ী কেবল আন্তঃ মন্ত্রনালয়ের সিদ্ধান্তের মাধ্যমে তা হস্তান্তর করা যায় মর্মে চিঠি প্রদান করেন। উক্ত প্রাপ্ত চিঠির বরাতে উল্লেখিত বিগত ১৩/১০/২০০৩ইং তারিখের চিঠির আলোকে আপনার বরাবরে জানানো হয় যে, উক্ত আবেদনকারীর আবেদিত জমি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন এর অনুকূলে পূর্বে অধিগ্রহণ করলেও উক্ত জমি আবেদনকারীর বরাবরে ১৯৮১ সালে ৭৫৫৭ নং রেজিষ্ট্রী দলিল মূলে হস্তান্তর করায় উক্ত জমি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের হাতে না থাকায় উক্ত জমির মালিক বর্তমানে ইষ্ট এশিয়া এন্টারপ্রাজেস এর জমি হওয়ায় সেই বিষয়ে উল্লেখিত তপশীলের জমির মালিকদেরকে জমি ও অবকাঠামোর ক্ষতিপূরণ না দিয়ে রাস্তা নিমার্ণ করা হলে আইনগত জঠিলতার সৃষ্টি হবে।

এ ব্যাপারে পরবতীর্তে প্রয়োজনীয় সিদ্ধান্ত কর্পোরেশনকে অবগত করার অনুরোধ করা গেল মর্মে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশনের ব্যবস্থাপক মোহাম্মদ নুরুন্নবী সরকার ভূমি অধিগ্রহণ কর্মকতার্র বরাবরে ১৩/১০/২০০৩ইং তারিখে চিঠি প্রদান করেন। পরবতীর্তে উক্ত চিঠির কথা বিবেচনা না করে জোরপূর্বক ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর দখলীয় ৭নং ও ৮নং প্লটের আর.সি.সি বাউন্ডারী ওয়াল ভাঙ্গিয়া রাস্তা নিমার্ণ করেন। উক্ত ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর জমি অধিগ্রহনকৃত জমি হইতে বাদ পড়ায় উক্ত জমি পুনঃরায় অধিগ্রহণ করার জন্য ভূমি অধিগ্রহণ কর্মকতার্, সড়ক ও জনপথ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশনকে বিবাদী করে মহামান্য হাইকোর্টে ক্ষতিপূরণ পাওয়ার জন্য রীট পিটিশন মামলা দায়ের করিলে উক্ত মামলায় বাদপড়া জমি পুনঃরায় অধিগ্রহণ করে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর বরাবরে ক্ষতিপূরণ প্রদান করার জন্য ভূমি অধিগ্রহণ কর্মকতার্ ও সড়ক ও জনপথকে চিঠি প্রদান করেন।

পরবতীর্তে রাস্তা নিমার্ণ করে অবশিষ্ট পূর্ব পার্শ্বের কিছু অংশে ঘর বাড়ী এবং সামনের কিছু অংশের জমিতে খালী রাখা হয়। উক্ত খালী জমিতে কলষ্টোর করার জন্য অবকাঠামো তৈরী করা হয় এবং উক্ত কলষ্টোরের সামনের অংশে চলাচলে গেইট রাখা হয়। উক্ত চলাচলের গেইটের সামনে স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ, কক্সবাজার সাইন বোর্ড টাঙ্গাইয়া ওয়াল নিমার্ণ করে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর চলাচলের পথ বন্ধ করে জবর দখল করে আবুল কাশেম সভাপতি ও আবদু ছবুর চাষী সাধারণ সম্পাদক কমিটি গঠন করিয়া উক্ত জমি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন বরাবরে বিগত ১৪/০১/২০১৭ইং তারিখ প্রশা— ০২/১৬—১৭/০৬ স্মারকের ০.০৩৫০ একর জমি অস্থায়ী ব্যায়াম ঘর নিমার্ন করার জন্য অনুমতি চাইলে তাহাদের উক্ত দরখাস্ত বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন প্রাপ্ত হইয়া সভাপতি ও সম্পাদক স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ এর বরাবের বিগত ১৪/০১/২০১৭ইং তারিখ প্রশা— ০২/১৬—১৭/০৬ স্মারকের আবেদনকৃত আবেদীত জমি ১১১৮৭ দাগের .৮০ একর জমি ১৯৮১ সালের ৯৯ বছরের জন্য ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেসকে লিজ প্রদান করায় উক্ত জমির মালিক ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস হওয়ায় উক্ত জমি অস্থায়ী ব্যায়ম ঘর নিমার্ণ করার জন্য অনুমতি প্রদান করা সম্ভব নয় মর্মে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কপোর্রেশন এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মোস্তফা বিগত ০৬/০২/২০১৭ইং তারিখ পত্র নং— ৩৩.০৩.২২২৪.০০১. ৩৭.০৫০.১৪(প্রঃ)—৮১৭ নং স্মারক মূলে সভাপতি ও সম্পাদক স্বাস্থ্য কল্যাণ ব্যায়াম পরিষদ এর বরাবের চিঠি প্রদান করেন।

উক্ত চিঠি প্রাপ্ত হওয়ার পরেও স্বাস্থ্য ব্যায়াম কল্যাণ পরিষদের সদস্য জামায়াত নেতা আখতার উদ্দিন হেলালী, জামায়াতের সাবেক চেয়ারম্যান আবদুর রহিম মাষ্টার, যুবদলের সাবেক নেতা এম মোখতার আহমদ, শহীদ তিতুমির স্কুলের শফিক মাষ্টারের সহকারী জামায়াত নেতা মাহবুবুল আলম, জামায়াত নেতা আলী হোসেন ও ফয়েজ আহমদ এবং আরো ৩০ থেকে ৪০জন জামায়াত বিএনপির সদস্যগণ স্বাস্থ্য ব্যায়াম কল্যাণ পরিষদের ব্যানারে জোর পূর্বক উক্ত জমি দখল করার জন্য ব্যায়ামাগারের নামে সাইনবোর্ড টাঙ্গাইয়া জোর পূর্বক ব্যক্তি মালিকানাধীন জমি জবর দখল করে ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর চলাচলের রাস্তা বন্ধ করিয়া দিয়া ব্যায়াম পরিচালনা করেন এবং তাহাদের দেখা মতে ভিন্ন লোকজন পাশ্ববতীর্ খালী জায়গায় দোকান গৃহ নিমার্ণ করেন এবং ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর পশ্চিমাংশে অবশিষ্ট খালী জমি থাকায় উক্ত জমিতে মমতাজ আহমদ গং জোর পূর্বক দোকান গৃহ ও গাড়ীর সার্ভিসিং সেন্টার নিমার্ণ করিয়া গায়ের জোরে ভোগ দখল করায় তার প্রেক্ষিতে উক্ত ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর মালিকানাধীন জমির উপরে অবৈধ দখলদারকে উচ্ছেদ করার জন্য মহামান্য হাইকোর্টে জেলা প্রশাসক ও সড়ক ও জনপথকে বিবাদী করিয়া ৫৪২৭/২০২৩ইং তারিখ রীট পিটিশন মামলা দায়ের করি।

উক্ত মামলায় বিগত ২৯/০৫/২০২৩ইং তারিখ মহামান্য হাইকোর্ট ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর সমস্ত দলিল পত্র হাল নাগাদ থাকায় উক্ত জমির সঠিক মালিকানাধীন হওয়ায় তাহার ভিত্তিতে অবৈধ দখলদার গংকে ৩০ দিনের মধ্যে উচ্ছেদের করার জন্য জেলা প্রশাসক ও সড়ক ও জনপথকে আদেশ প্রদান করেন। উক্ত সড়ক ও জনপথ মহামান্য হাইকোটের রীট মামলা নং— ৫৪২৭/২০২৩ইং মামলার আদেশ বিগত ১৬/০৮/২০২৩ইং তারিখ প্রাপ্ত হইয়া গত ০৪/০৯/২০২৩ইং তারিখ উচ্ছেদ অভিযান পরিচালনা করে পশ্চিমাংশে অবৈধ দোকান গৃহ এবং পূর্বাংশে স্বাস্থ্য কল্যাণ ব্যায়ামাগর উচ্ছেদ করেন এবং দক্ষিণাংশের দোকান গৃহ গুলো উচ্ছেদ করিতে গেলে তাহারা ০৩ঘন্টা সময় চাওয়ায় তাদেরকে সময় প্রদান করেন।

 

সময় প্রদান করার সুযোগে উচ্ছেদকৃত ব্যায়ামাগার ও উচ্ছেদকৃত পশ্চিমাংশের অবৈধ দোকান গৃহ পুনরায় নতুন করে সৃষ্টি করার জন্য পাঁয়তারা করছে এবং ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর প্রতিনিধি উক্ত জমি হতে চলে না গেলে তাকে প্রাণনাশের হুমকি ধমকি ও ভয় ভীতি প্রদর্শন করায় ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস কর্তৃপক্ষ জানমালের নিরাপত্তার জন্য ইতোমধ্যে কক্সবাজার সদর মডেল থানায় হুমকি দাতাদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী এবং পুলিশ সুপার, র‌্যাব, নিবার্হী ম্যাজিষ্ট্রেট এর বরাবরে অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্তরা পুনরায় চলাচলের রাস্তা বন্ধ করে ব্যায়ামাগার নিমার্ণ ও দোকান গৃহ নিমার্ণ করার জন্য প্রতিদিন সকালে উক্ত জমিতে আসিয়া ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস এর সাথে বিরোধ সৃষ্টি করছে বিধায় ইষ্ট এশিয়া এন্টারপ্রাইজেস কর্তৃপক্ষ কক্সবাজার প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ