নিউজ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘লন্ডন ক্লিনিক’ হাসপাতালে নেওয়া হয়েছে তাঁকে। হিথ্রো বিমানবন্দর থেকে মাকে (খালেদা জিয়া) নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে নিয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানিয়েছেন। সেখানে আজ বুধবার খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে বলে জানান তিনি।
আজ বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে খালেদা জিয়াকে বহনকরী কাতারি আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় ‘লন্ডন ক্লিনিক’ হাসপাতালে। হাসপাতালে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
চেয়ারপারসনের প্রেস উইং জানায়, লন্ডনের স্থানীয় বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে তারেক রহমান মাকে নিয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশে রওনা হন। বেলা ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান তাঁরা।
এর আগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে খালেদা জিয়াকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ স্ত্রী জুবাইদা রহমান পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিএনপির নেতা–কর্মীরা। খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের অনেক আগে থেকেই সেখানে অপেক্ষায় ছিলেন তারেক রহমানসহ স্থানীয় নেতা–কর্মীরা।
হুইল চেয়ারে থাকা খালেদা জিয়া গভীর মমতায় জড়িয়ে ধরেন ছেলে তারেক রহমানকে। সাড়ে ৭ বছর পর মা–ছেলের সাক্ষাতে বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এ সময় স্ত্রী জুবাইদা রহমানসহ পরিবারের সদস্যরা ছিলেন। খালেদা জিয়া বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান।
লন্ডনের স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশি নেতা–কর্মীদের সমবেত না হওয়ার অনুরোধ করা হয়েছে। এরপরও কিছু নেতা–কর্মী খালেদা জিয়াকে একনজর দেখতে বিমানবন্দরে যান। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন তাঁরা।