কক্সবাজার : চকরিয়ায় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা এলাকায় অভিযান চালিয়ে গাড়ি দুটি জব্দ করা হয়।
কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, পার্বত্য বান্দরবানের লামা থেকে অবৈধভাবে বালু পরিবহন করার সময় দুটি গাড়ি জব্দ করা হয়। বালু পরিবহনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ি দুটি জব্দ করে ডুলাহাজারা বিটের হেফাজতে নেয়া হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।