নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়ায় কোডেক কর্তৃক পরিবেশ বান্ধব উদ্যোক্তা নির্বাচনে স্টেকহোল্ডার ও পরামর্শ সভায় চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার।বৃহস্পতিবার ( ১৬ নভেম্বর ) সকাল ১১ ঘটিকার সময় কক্সবাজারের চকরিয়া উপজেলা হলরুমে উন্নয়ন সংস্থা কোডেক কর্তৃক আয়োজিত পরিবেশ বান্ধব উদ্যোক্তা নির্বাচনে স্টেকহোল্ডার ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। তিনি উপকূলের এসমস্ত ঝুঁকিপূর্ণ এলাকায় উন্নয়ন সংস্থা কোডেক’ উদ্যোক্তা তৈরীতে যে কার্যক্রম হাতে নিয়েছে তা প্রশংসিত। এতে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন। তবে ওইসব কর্মকান্ড সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি সসন্বয়ে করার পরামর্শ দেন।
এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাছির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আমজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ। ডেইলী মুর্নিং অবজারভার এর প্রতিনিধি এমকে হামিদ। ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান এসএম মাঈন উদ্দীন আহমদ চৌধুরী ও কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল করিম সিকদার, সুশাসনের জন্য নাগরিক কমিটি সুজনের কোনাখালী সভাপতি বদরুন নাহার কলি।
এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক, এনজিও কর্মকর্তা, সরকারী-বেসরকারী কর্মকর্তা। আরো উপস্থিত ছিলেন- কমিউনিটি সদস্য (পুরুষ-মহিলা) ও প্রকল্প প্রতিনিধি। শুরুতে উন্নয়ন সংস্থা কোডেক সম্বদ্ধে সংক্ষিপ্ত ধারণা দেন- অত্র সংস্থার অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা আ ফ ম কামরুল ইসলাম। সঞ্চলনায় ছিলেন কোডেকের গ্রীণ বিজনেস অফিসার মোহাম্মদ সোহেল রানা। অত্র সংস্থার মাঠ কর্মকর্তা কুহিনূর আকতার।
উল্লেখ্য, কোডেক প্রতিষ্ঠিত হয়ে উপকূলীয় অঞ্চলে উন্নয়ন মূলক পরিবেশ বান্ধব জীবন মানোন্নয়নে কাজ করেন। বর্তমানে সারা বাংলাদেশে কাজ করা উদ্যোগ গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় কক্সবাজারের চকরিয়া মহেশখালীতে কাজ শুরু করেছেন।