চট্টগ্রামে আনসার সদস্যেদের মাঝে আবারও উত্তেজনা - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৮-২৫ ১২:১৫:০২

চট্টগ্রামে আনসার সদস্যেদের মাঝে আবারও উত্তেজনা

চট্টগ্রামে আনসার সদস্যেদের মাঝে আবারও উত্তেজনা

চট্টগ্রাম প্রতিনিধি :  সরকারের পট পরিবর্তনের ফলে সাবেক দুর্নীতিবাজ কর্মকর্তারা খোলস পাল্টে প্রশাসনের বিভিন্নস্তরে ঘাপটি মেরে রয়েছে। তারা বিগত ১৫ বছরের মতো আবারো দুর্নীতি করে অবৈধ আয়ের সুযোগ নেওয়ার ধান্ধায় রয়েছে বলে জানাগেছে।

জানাযায়, চট্টগ্রামসহ সারাদেশে আনসারদের এক দফা আন্দোলনের প্রেক্ষিতে কথিত দুর্নীতিবাজ চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট এ এইচ এম সাইফুল্লাহ হাবিবকে আনসার বাহিনী সদর দপ্তরে ক্লোজ করা হয়েছে। কিন্তু তার স্থলে ভারপ্রাপ্ত হিসেবে যে ইয়াছিন আরাফাতকে দায়িত্ব দেয়া হয়েছে তার ব্যাপারেও আনসার সদস্যরা নেতিবাচক মনোভাব পোষন করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনকারী একাধিক আনসার সদস্য বলেন, চট্টগ্রাম কি আবার আরাফাত সিন্ডিকেট ক্যাশিয়ার পিসি দেলোয়ার সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে যাবে নাতো? যাদের অতীত রেকর্ড ভালো নয়।

তবে আনসার বাহিনীর নতুন যোগদানকারী মহাপরিচালক আনসার বাহিনীকে সংস্কারসহ আনসারদের এক দফা দাবি পূরণে নানা মানবিক প্যাকেজ কর্মসুচি নিয়েছেন বলে জানাগেছে । নতুন মহাপরিচালক শক্ত হাতে আনসার বাহিনীতে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের দমন না করলে পুরাতন সিন্ডিকেটগুলো ফের দ্বিগুন উৎসাহে নিরীহ আনসার সদস্যদের ওপর অন্যায় আচরণ চালিয়ে যাবে।

ইতোপূর্বে চট্টগ্রাম জেলার আনসার সদস্যরা সিনিয়র কর্মকর্তাদের সিন্ডিকেট করে চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রাণালয় ও দুদককে দিয়েছে। সে তালিকায় জেলা কমাড্যান্ট ও জোন অধিনায়ক (অ.দা.) চট্টগ্রাম মহানগর দক্ষিণ জোন ইয়াছিন আরাফাত এর নাম এক নাম্বারে রয়েছে।

এদিকে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি অস্বীকার করে ইয়াছিন আরাফাত বলেন, একটি মহল উদ্দেশ্যমূলকভাবে আনসার সদস্যদের মিথ্যা তথ্য দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

আরো সংবাদ