চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ, রয়েছে অতিরিক্ত পুলিশ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-১০-০৬ ১৪:১২:০৬

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ, রয়েছে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রলীগ, রয়েছে অতিরিক্ত পুলিশ

নিউজ ডেস্ক :  আবারও উত্তপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কমিটি বিলুপ্তির ১২ দিনের মাথায় ফের সংঘর্ষে জড়ালো ছাত্রলীগের দুপক্ষ। এতে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

তুচ্ছ ঘটনার জেরে দফায় দফায় দুপক্ষ সংঘর্ষ জড়ানোয় গত ২৪ সেপ্টেম্বর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কর্তৃপক্ষ। ১২ দিনের মাথায় আবারও জড়ালো সংঘর্ষে।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে ৩টায় খাবারের দোকানে কথা কাটাকাটির জেরে বগিভিত্তিক বিজয় ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় সিক্সটি নাইন শাহজালাল হলে ও বিজয়ের নেতাকর্মী সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালযয়ের প্রক্টর  নুরুল আজিম সিকদার জানান, উভয়পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। যদিও এক পক্ষ অপর পক্ষকে দুষছেন সংঘর্ষে জড়ানোর জন্য। পরিস্থিতি এখন শান্ত।
>বিশ্ববিদ্যালয়ের বিবাদমান গ্রুপ দুটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

আরো সংবাদ