জিম্মি নাবিকদের নিরাপদে উদ্ধারে কৌশল অবলম্বন করছে সরকার - কক্সবাজার কন্ঠ

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৩-১৯ ১৯:৩৭:২৮

জিম্মি নাবিকদের নিরাপদে উদ্ধারে কৌশল অবলম্বন করছে সরকার

জিম্মি নাবিকদের নিরাপদে উদ্ধারে কৌশল অবলম্বন করছে সরকার

নিউজ ডেস্ক :  সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার নানা কৌশল অবলম্বন করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সাথে সাক্ষাৎ শেষে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিম্মি নাবিকদের সুস্থভাবে মুক্ত করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি জাহাজটিকেও উদ্ধারের কাজ চলছে। এক্ষেত্রে নানা কৌশল অবলম্বন করছে সরকার। এ বিষয়ে একটি সমাধানে পৌঁছানোর আশাবাদও ব্যক্ত করেন তিনি।

মিয়ানমারের সীমান্তরক্ষী ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে মিয়ানমারের প্রায় দুইশত সীমান্তরক্ষী বাংলাদেশে রয়েছে। এর আগেও আশ্রয় নেয়া দেশটির সীমান্তরক্ষীদের আলোচনার মাধ্যমে ফেরত পাঠানো হয়েছিল। এবারও তাদের ফেরত পাঠাতে আলোচনা চলছে।

এদিকে, দুবাই ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের অন্য শহরে জনশক্তি পাঠানো হবে বলে জানান ড. হাছান মাহমুদ। এছাড়া গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয় থামাতে মুসলিম দেশগুলোকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি।

আরো সংবাদ