» জেলগেইট এলাকায় জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত ৪ জেলগেইট এলাকায় জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত ৪ – কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৪ঠা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৩-০৮-১৯ ১৭:১২:৪২

জেলগেইট এলাকায় জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত ৪

জেলগেইট এলাকায় জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত ৪

বার্তা পরিবেশক : কক্সবাজার সদরে ঝিলংজা জেলগেইট পালস্ স্কুলের দক্ষিণ রহমতপুর এলাকায় জনৈক সাইফুলের নেতৃত্বে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখলের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। ১৯ আগষ্ট সকাল ৯ টার দিকে  এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে জনৈক সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জমি দখলের জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, জনৈক সাইফুল ইসলাম ও নুরুল আলমের নেতৃত্বে একদল ভুমিদস্যু কামাল পাশা প্রকাশ কামাল মাঝি ছেলে মোঃ আরিফ (৪০) এর বসত ঘরভিটা জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সকাল ৯ টার দিকে ভূমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে ১৯/২০ জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র , লোহার রড,সহ মারাত্মক অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেল গেট পালস্ স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকাস্থ মোঃ আরিফ এর বসতগৃহে অনধিকার প্রবেশ করে।

হামলাকারীরা একযোগে ঘর-দুয়ার কেটে ফেলেন, লুটপাট ও বসতবাড়ী ভাংচুর করে ৩০ টাকার ক্ষতিসাধন করে। নগদ টাকা, স্বর্নের চেইন, মোবাইল সেট সহ ৭০ হাজার টাকার মালামাল লুট করে। এঘটনায় বাধাঁ দিতে গিয়ে সাইফুল ইসলামের নির্দেশে নারীদের শ্লীতাহানি করা হয়।

হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে নারীসহ ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, কামাল পাশা প্রকাশ কামাল মাঝির ছেলে মোঃ আরিফ (৪০), পুত্রবধু আছিয়া খাতুন (২২), মেয়ে রোকসানা (২৪) ও ইসমত আরা (২৯)। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে। অন্যান্য আসামীরা হলেন, নুরুল আলম ছেলে মোঃ রুবেল (৩২), মোঃ সোহেল (২৫), টুইল্যা (২২), মেয়ে রুবি আকতার (২৮), রুমি আকতার (১৭) সাইফুল ইসলাম (৩৫) ও মোঃ রানা (৩২) ।

এব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি বলেন, জেলগেট, পালস স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকায় জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। জমির মালিক আবদুল মালেক ইমন জানিয়েছেন, নুরুল আলম জমি বিক্রি করে দিয়েছে অনেক আগে। রেজিষ্ট্রি করে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে, গাছপালা রোপন ও শান্তিপূর্ণ ভোগ দখলে থাকলেও ভুমিদস্যু নুরুল আলম, সাইফুল ইসলামসহ অন্যান্যরা প্রকাশ্য দিবালোকে এধরনের হামলা খুব দুঃখজনক। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আহতরা জানিয়েছেন, এঘটনার বিষয়ে কোন ধরণের মামলা মোকদ্দমা করলে তাদেরকে পুনরায় হামলাসহ খুন করার হুমকি দিচ্ছে।

আরো সংবাদ