নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে এখনও শঙ্কামুক্ত নন। এ ঘটনায় আহত পুলিশ সদস্য ঘটনাস্থল থেকেই একজনকে আটক করেন। পরে ওই তিন জনকে আটক করা হয়। পুলিশের ধারনা তারা ছিনতাইকারী। রোববার দিবাগত রাত ১২টার দিকে শহরের কলাতলীর জিয়া গেস্ট ইনের পাশের সড়ক এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম সোহেল রানা। তিনি শহর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন। পুলিশের ওপর আক্রমণ করা যুবকের নাম মিসবাউল হক মুন্না। তার বাড়ি শহরের টেকপাড়া এলাকায়।
পুলিশ জানিয়েছে, রাতে ওই সড়কে একা টহলে ছিলেন সোহেল রানা। এ সময় সড়কের পাশে অন্ধকারে দাঁড়িয়ে থাকা তিন যুবককে সন্দেহ হলে পরিচয় জানতে চান। তাদের কথা শুনে সন্দেহ হলে ওই তিন যুবকের শরীর তল্লাশি করেন। এসময় তাদের একজন সোহেলের পেটে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। সেখান থেকে দুইজন পালিয়ে গেলেও ছুরিকাঘাত করা যুবককে ধরে ফেলেন গুরুতর আহত সোহেল রানা।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিক পুলিশের একটি টিম গিয়ে সোহেল রানাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পর্যটন নগরী কক্সবাজারে দিনদিন বেপরোয়া হয়ে উঠছে ছিনতাইকারীরা। সাধারণ মানুষের পাশাপাশি এখন নিরাপদ নয় পুলিশও।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, এই ঘটনায় মুন্নাসহ তিন জনকে রাতেই আটক করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্যুরিস্ট পুলিশের পারভেজ নামে এক কনস্টেবল নিহত হয়েছিলেন।