টেকনাফের ইসরাত নাহিয়ান গোল্ডেন এ প্লাস পেয়েছে - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২০-০৫-৩১ ০৯:২২:৩৩

টেকনাফের ইসরাত নাহিয়ান গোল্ডেন এ প্লাস পেয়েছে

ইসরাত নাহিয়ান ইলা মনি পিতা মাতার প্রথম সন্তান। শুরু থেকেই লেখা পড়ায় ছিলেন দারুন মনোযোগী। পেয়েছে তৃতীয় শ্রেণী,পঞ্চম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে টেলেন্টপুলে বৃত্তি। সে চকরিয়া কোরক বিদ্যাপীঠ হতে এই বারের এসএসএসি পরীক্ষায় পেয়েছে গোল্ডেন এ প্লাস। এই সফলতার জন্য সে তার পিতা-মাতাসহ শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। বড় হয়ে সে ডাক্তার হতে ইচ্ছুক। সে টেকনাফের স্বনামধন্য পরিবারের সন্তান। তার পিতা মো: আলম  টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং বিশিষ্ট ব্যবসায়ী। তার নানা মাষ্টার হাজী নুরুল ইসলাম এবং দাদা আমির হামজা সওদাগর।

উল্লেখ্য যে, ইসরাত নাহিয়ান ইলা মনি বেসরকারী উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের ভাগনী।

আরো সংবাদ