কক্সবাজার : টেকনাফে মাটির দেয়াল ধসে পড়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার ১নং ওয়ার্ড মরিচ্যাঘোনায় এ ঘটনা ঘটে।
টেকনাফ থানার ওসি ওসমান গনি জানান, বৃহস্পতিবার থেকে টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিলো এবং রাতে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এতে মাটির দেয়াল ধসে হ্নীলায় একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে পুলিশ- ফায়ার সার্ভিস কর্মীরা লাশগুলো উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন, আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।