কক্সবাজার : টেকনাফে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার মহেশখালীয়াপাড়া সৈকতের পাড়ের একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ মেহেদী (৩৭) টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার বাসিন্দা। গতকাল রাতে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। পরে মেহেদীকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়।
পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জেরে টেকনাফ সদর ইউনিয়নের হাজমপাড়ার নুরুল আবসারের নেতৃত্বে মোহাম্মদ মেহেদীর বসতঘরে হামলা করা হয়। এ ঘটনায় আবসারসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন মেহেদী। এ কারণে প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হন। গতকাল রাত ১০টার দিকে মহেশখালীয়াপাড়া সমুদ্রসৈকতের পাড়ের একটি দোকানে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে নুরুল আবসার তাঁর কোমর থেকে অস্ত্র বের করে গুলি করেন।
এ ঘটনায় মেহেদীর বুকের বাঁ পাশে গুলি লাগে এবং মাটিতে লুটিয়ে পড়েন তিনি। নুরুল আবসার দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মেহেদীকে হাসপাতালে নিয়ে যান। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘একজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জেনেছি। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’