টেকনাফে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক - কক্সবাজার কন্ঠ

শনিবার, ২৭ মে ২০২৩ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শনিবার

প্রকাশ :  ২০২২-১১-০৯ ১৩:৩২:০৩

টেকনাফে বিদেশী মদসহ স্বামী-স্ত্রী আটক

নিজস্ব  প্রতিবেদক :   কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের জিনাপাড়া এলাকা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ স্বামী-স্ত্রী দুজনকে আটক করা হয়।

এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, ৮ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১ টার দিকে সাবরাং ঝিনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এতে ২৬৬ বোতল বিদেশি মদ ১০২ ক্যান বিয়ার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, সাবরাং ঝিনাপাড়া গ্রামের সেলিম উল্লাহ (২৫) ও জুনাইদা আক্তার (২১)। পলাতক রয়েছে একই এলাকার সামছুল আলম (৫০), জসীম উদ্দিন (২৫),ওসমান গণি (৩৯) ও হাফেজ উল্লাহ (৩৫) তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ