নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের টেকনাফে ভোজ্য তেলের চাহিদা মেটাতে পতিত জমিতে সরিষা চাষের উদ্যোগ নিয়েছে কৃষি অধিদপ্তর। এরই মধ্যে সরিষার হলদে ফুলে মাঠ-ঘাট ভরে উঠেছে। ফুলে মধু আহরণে আসছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। দৃষ্টিনন্দন সরিষা ক্ষেত দেখতে প্রতিদিন উৎসুক লোকজন ভিড় করছেন বলে জানান চাষিরা।
সরিষা ক্ষেত থেকে একই সঙ্গে ভোজ্য তেল ও মধু আহরণের লক্ষ্যে চাষ করছেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাঘোনা এলাকার কেনন চাকমা। তিনি ক্ষেতে মৌ মাছির চাষ করে মধু আহরণ শুরু করেছেন বলে জানিয়েছেন।
চাষিদের ভোজ্য তেলের চাহিদা পূরণে সরিষা চাষের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা জাকিরুল ইসলাম। তিনি জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। যা গতবছরের চেয়ে ৪ হেক্টর বেশি।