ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বনেতাদের রসিকতা - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মঙ্গলবার

প্রকাশ :  ২০২৫-০১-০৯ ১৯:৪৮:২১

ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বনেতাদের রসিকতা

ট্রাম্পের বক্তব্য নিয়ে বিশ্বনেতাদের রসিকতা

নিউজ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিশ্বনেতারা এক ধরনের রসিকতায় মেতেছেন। রাষ্ট্রের সীমারেখা বাড়ানো নিয়ে ট্রাম্পের বক্তব্য ইস্যুতে এবার মুখ খুলল কানাডা ও মেক্সিকো।

কানাডা একীভূত করা তো দূরের কথা উল্টো যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য- আলাস্কা ও মিনেসোটা কেনার প্রস্তাব দিয়েছেন কানাডার অন্টারিও রাজ্যের প্রধান ডগ ফোর্ড।

সাংবাদিকদের এক প্রশ্নে ফোর্ড বলেন, আলাস্কা আর মিনেসোটা কিনে নেওয়া যেমন বাস্তবতার নিরিখে অসম্ভব, তেমনই কানাডাকে যুক্তরাষ্ট্রের সাথে একীভূত করার ট্রাম্পের বাসনাও নিতান্তই অলীক।

ট্রাম্পের এ ধরনের প্রস্তাবকে রসিকতা বললেও একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। এক্ষেত্রে ওয়াশিংটনের ওপর কানাডার তীক্ষ্ম নজর থাকবে বলেও জানান এই রাজ্যপ্রধান।

ট্রাম্পের অতিরিক্ত রাজস্ব আরোপের হুমকি প্রসঙ্গে ফোর্ড বলেন, বাণিজ্যিক দিক থেকে কানাডা একমুখীভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়। কানাডা থেকে প্রতিদিন ৪৩ লাখ ব্যারেল তেল যুক্তরাষ্ট্রে সরবরাহ করা হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বিদ্যুতের বড় একটি অংশের যোগান যায় কানাডা থেকে। বাণিজ্যের ব্যাপারে যুক্তরাষ্ট্র অসহযোগিতামূলক আচরণ করলে সেটি কারও জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের প্রস্তাবের জবাবে কানাডার সদ্যসাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, কোনো সময়েই কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।  দুই দেশের অধিবাসীদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

এদিকে ট্রাম্পের গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রাখার প্রস্তাবের জবাবে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম উল্টো প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নাম বদলে আমেরিকা মেক্সিকানা রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

নিজের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে ক্লাউডিয়া বলেন, সতের শতকে আমেরিকান এই ভূমিকে মানুষ আমেরিকা মেক্সিকানা নামেই ডাকতো। এখন থেকে চাইলে পুরোনো সেই নাম আবার চালু করা যায়। শুনতেও এই নাম ভালো লাগে।

আরো সংবাদ