বার্তা পরিবেশক : নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমআইনে চলমান মামলাটি স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেয়া বিশ্বনেতাদের খোলা চিঠির প্রতিবাদ জানিয়েছে কক্সবাজার ৭১ আইনজীবী পরিষদসহ মুক্তিযোদ্ধার স্বপক্ষের ১২৫ আইনজীবী। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিবৃতি তুলে ধরেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফরিদুল আলম। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য ও ৭১ আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোহাম্মদ হারেছ রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কাশেম আবু’র পরিচালনায় বিবৃতিতে বলা হয়, স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দেশের বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের সদস্যদের লেখা খোলাচিঠি আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
চিঠিতে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন আদালতে চলমান মামলাগুলোর বিচার প্রক্রিয়া স্থগিতের আহ্বান জানানো হয়, যা দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীন বিচার বিভাগের ওপর স্পষ্ট হুমকি হিসেবে আমরা বিবেচনা করছি। আদালতের আইনজীবী হিসেবে বাংলাদেশের বিচার প্রক্রিয়ার ওপর এ ধরনের অযাচিত হস্তক্ষেপে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি।
বিবৃতিতে আরও বলা হয়, আইনের শাসন ও বাংলাদেশের সংবিধান অনুযায়ী সবাই সমান। যে কোনো সভ্য দেশে কেউ অপরাধ করলে সে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে- এটাই স্বতঃসিদ্ধ। আমরা ড. ইউনূসের ক্ষেত্রে লক্ষ্য করেছি, তার প্রতিষ্ঠানের ভুক্তভোগী শ্রমিকরাই দেশের প্রচলিত শ্রম আইন অনুযায়ী তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা দায়ের করেছেন। এ খোলা চিঠিতে স্বাক্ষরকারী বিদেশি নাগরিকরা ভুক্তভোগী শ্রমিকদের স্বার্থকে পাশ কাটিয়ে অন্যায়ভাবে ড. ইউনূসের স্বার্থ রক্ষায় বিবৃতি প্রদান করেছেন যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
১২৫ আইনজীবীর মতে, স্বাধীন বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী বা সরকার কোনো মামলা প্রত্যাহার, স্থগিত বা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার আইনগত কোনো সুযোগ নেই। এ ছাড়া, বাংলাদেশ আইএলও এবং জাতিসংঘের বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত দলিলের অনুস্বাক্ষরকারী হিসেবে এ সংক্রান্ত সব অনুশাসন সর্বোচ্চ সম্মান ও গুরুত্ব দিয়ে অনুসরণ করে। সম্মানিত বিদেশি নাগরিকরা বাংলাদেশের মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বাধীন বিচারব্যবস্থার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে ড. ইউনূসের পক্ষে তাদের দেওয়া বিবৃতি প্রত্যাহার করে বাংলাদেশের বিচার ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপ করা থেকে নিজেদের নিবৃত রাখবেন বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
সংগঠনের অন্যতম নেতা এ্যাড জুলকার নাঈন জিল্লুর উপস্থাপনায় উক্ত বিবৃতিতে ৭১ আইনজীবী পরিষদ নেতৃবৃন্দসহ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মুক্তিযোদ্ধার স্বপক্ষের আইনজীবী সম্মতি জানিয়ে ১২৫ জন বিজ্ঞ আইনজীবী গণস্বাক্ষর প্রদান করে ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিবৃতি প্রদানকারী বিজ্ঞ আইনজীবী হলেন যথাক্রমে জিপি ও সাবেক সভাপতি মোহাম্মদ ইসহাক, সাবেক পিপি ও সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও পিপি নুরুল মোস্তফা মানিক, সাবেক পিপি ও সভাপতি মমতাজ উদদীন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন চৌধুরী, পিপি ফরিদুল আলম, আয়াছুর রহমান, পিপি নারী ১ ও সাবেক সাধারণ সম্পাদক বদিউল আলম সিকদার, সাবেক সভাপতি ইকবালুর রশিদ আমিন সোহেল, সাবেক সাধারণ সম্পাদক সুলতানুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক, সাবেক সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ, এপিপি দীলিপ ধর,অতিরিক্ত পিপি মোজাফফর আহমেদ হেলালী, পিপি একরামুল হুদা, এপিপি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, এপিপি অরুপ বড়ুয়া তপু, অতিরিক্ত পিপি বাবুল চন্দ্র দাশ, পিপি দুদক আবদুর রহিম, বনবিভাগের রিট্রেনার নাসির উদ্দীন, অতিরিক্ত পিপি শওকত বেলাল, এপিপি রফিক উদ্দিন, এপিপি সাকী এ কাউসার, নজরুল ইসলাম খান, এজিপি আবুল কালাম আযাদ, এপিপি ফরিদ আহমেদ, মোহাম্মদ নুরুছবি, এপিপি নুরুল ইসলাম সায়েম, এপিপি সুরুনজিৎ পাল, এপিপি ফরিদ উদ্দিন, নুরুল ইসলাম নুরু, বিবেক রঞ্জন রুন্দ্র, এসবি সাহা বিক্রম, রহমতুল্লাহ, শরীফ উদ্দিন (টিপু), মোহাম্মদ ইসহাক শাহারিয়া নিক্সন, মোহাম্মদ সাইফুদ্দিন, এইচএম রাফাত ফিরোজ, আবুল হোসেন, মোস্তাক আহমেদ, মকসুদুর রহমান, আহসান উল্লাহ, বাপ্পি শর্মা, নাসির উদ্দীন, মোহাম্মদ সাহাদাৎ হোসেন, আহমদুর রহমান, আহমেদ, মইনুল হোসেন চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম, টুলটুল পাল, সাইদুল ইসলাম মজুমদার, ঈমাম হোসেন চৌধুরী, সেলিম উদ্দিন, আবদুল মাবুদ, বেদারুল আলম, আবুল মোকাররম রাশেল, মোহাম্মদ সামছুল হক, রবীন্দ্র দাশ রবি, মোহাম্মদ সোলাইমান বাবুল, মোহাম্মদ দিদারুল আলম রাজীব, মনিরুল ইসলাম, আমানুল হক, সুমনজিত পাল, গৌতম দে, মাহামুদুল হক, অশোক কান্তি দে, রবিউল এহসান লিটন, উজ্জ্বল কান্তি দাশ,আবদুল শুক্কুর, রিদোয়ান আলী, মোহাম্মদ ফয়সাল, ফরহাদ আহমেদ, বিবল কান্তি দে, জুলকার নাঈম জিল্লু, জসিম উদ্দিন, এম.রাসিব আহমেদ, বিমল কান্তি দে, ছৈয়দ হোসেন, মীর হারুনুল এরশাদ, মোহাম্মদ আলম, নুরুল হোসেন নাহিদ, মোহাম্মদ শাহা আলম, জালাল উদ্দীন সিকদার, মাহাফুজুর রহমান, ফেরদৌস আলম, বিশ্বজিৎ ভৌমিক, মোহাম্মদ জাহেদ চৌধুরী, মোহাম্মদ আবদুস সোবহান, এএসএম সায়েম, মোহাম্মদ সাবের ওসমান, সাকু আলম, সৈকত ওসমান, সরওয়ার কামাল, নাহিদা খানম কক্সী, সৈকত কান্তি দে, মনির উদ্দিন আযাদ, এইচএম মোশাররফ, জহিরুল ইসলাম, মীর কায়েছ উদ্দিন লিটন, রুহুল কাদের, আজিজুল হক, ছোটন কান্তি শীল, শহীদুল হোসেন, সাজ্জাদুল আকবর, নিউটন কুমার সাহা, শাহা মোহাম্মদ নওশাদ শুভ, মোহাম্মদ আরাফাত, আলী আরফান খান আলীফ, রিয়াজ উদ্দিন, সেলিম উদ্দিন, আর.এম রাসেল, জসিম উদ্দিন, রুহুল কাদের, সরওয়ার কামাল, জসিম উদ্দিন, হেলাল উদ্দিন হাসান, বিপন চন্দ্র দে, নুওয়াসীর আরাফাত সোহেল, মজিবুল হক, শহীদুল হোসাইন, তাহাসীন সারজীন, সুপার্থ পাল চৌধুরী, মঈনুদ্দিন, মহিউদ্দিন আহমেদ সোহেল, নাসির উদ্দীন আহমেদ, সেলিম উদ্দিনসহ ১২৫ জন বিজ্ঞ আইনজীবী প্রমুখ।