জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার কন্ঠের সৌজন্যে মাহে রমজানের ধারাবাহিক “রমজান কন্ঠ” কলাম থেকে-
ধারাবাহিক পর্ব-৭৷ তাসবিহে ফাতেমীঃ
سُبْحَانَ اللّٰهِ
সুবহানাল্লাহ (আল্লাহ পূত-পবিত্র)-৩৩ বার,
اَلْحَمْدُ لِلّٰهِ
আলহামদুলিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর)-৩৩ বার
اَللهُ اَكْبَرُ
আল্লাহু আকবার (আল্লাহ সবচেয়ে বড়) ৩৩ বার।
অতঃপর ১বার:
لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহূ লা শারিকা লাহূ লাহুল মুলকু ওয়ালাহুল হামদ ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর।
অর্থ: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি একক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব একমাত্র তাঁরই এবং সমস্ত প্রশংসা তাঁরই জন্য। তিনি সকল বিষয়ে ক্ষমতাবান।
ফায়দা: হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক নামাযের পর সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলল্লিাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার এবং উক্ত দু‘আটি ১ বার পড়ে ১০০ শত পূর্ণ করবে তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে যদিও তা সমূদ্রের ফেনা পরিমাণ হয়।
তাছাড়া, সুবহানাল্লাহ (আল্লাহ পূত-পবিত্র) ৩৩ বার। আলহামদুলিল্লাহ (সকল প্রশংসা আল্লাহর) ৩৩ বার। আল্লাহু আকবার (আল্লাহ সবচেয়ে বড়) ৩৪ বার। এভাবে পড়ার কথাও হাদীসে রয়েছে।
ফায়দা: হযরত কা‘ব ইবনে উজরা রা. হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, নামাযের পর কিছু আমল এমন রয়েছে, যেগুলোর আমলকারী বঞ্চিত হয় না।
(সহীহ মুসলিম, হাদীস:১৩৮০)(সহীহ মুসলিম, হাদীস:১৩৭৭)।
রমজান মাস ও রমজানের বাহিরে প্রত্যেক পাঞ্জেগানা নামাজের পরেই তাসবিহ সমূহ পাঠ করা অত্যন্তের সওয়াবের কাজ। মহান আল্লাহ তায়ালা সকলকে আমল করার তাওফিক দান করুন আমিন, বেহুরমতি সৈয়্যদিল মুরসালিন।
লেখক:
মাওলানা হেলাল আহমদ রিজভী
কামিল (এম,এ) ফার্স্ট ক্লাস
খতিব, রহমত নগর জামে মসজিদ, উত্তর সোনারপাড়া ঝাউবাগান, উখিয়া, কক্সবাজার।
মোবাইল- ০১৮২৪৮৭৮৭২১
ইমেইল-helalrezvi87@gmail.com