নিউজ ডেস্ক : শরীয়তপুরের জাজিরায় থানায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের লাশ। শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে থানা ভবনে তার কক্ষে ঝুলন্ত লাশ দেখতে পান সহকর্মীরা।নজরুল ইসলাম জানান, ‘আমরা এসে দেখি গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি ঝুলছে।’প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে নিশ্চিত হতে অধিকতর তদন্তের কথা জানান পুলিশ সুপার।
তিনি আরো বলেন, ‘শরীরের অবস্থান এবং ফাঁস দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তবে সিআইডির ফরেনসিক দল এলে আমরা সুরতহাল করব এবং তারপর ময়নাতদন্তের জন্য (লাশ) পাঠানো হবে।’ সূত্র : বিবিসি