বিশেষ প্রতিবেদক : দীর্ঘ বছর ধরে সাংস্কৃতিক কর্মকান্ড নেই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে। দায়িত্বে থাকা পরিচালক নিজেই সংস্কৃতি চর্চার ব্যাপারে উদাসীন। তিনি সংস্কৃতি চর্চার বিপরীতে সেখানে কনফারেন্স হল, গেস্টরুম, ডরমিটোরি বাণিজ্যিক ভাড়ায় ব্যবহার, দলীয় লোকদের দীর্ঘ মেয়াদে ফ্রি রুম দেয়া, তাদের ছাড়া অন্য কাউকে রুম ভাড়া না দেওয়া, সময়মতো নির্বাহী পরিষদের সভা না করা, বিভিন্ন বাজেট আত্মসাৎসহ নানা অনিয়মে লিপ্ত বলে ব্যাপক জনশ্রুতি রয়েছে।
কার্যত সংস্কৃতি চর্চা বা প্রশিক্ষণ না করলেও মন্ত্রণালয়ে বাৎসরিক কার্যক্রমের হিসাব পাঠানোর সময় বিভিন্ন ভূয়া প্রশিক্ষণ ও অনুষ্ঠান আয়োজনের হিসাব উল্লেখ করা হয়। শক্ত মনিটরিং ব্যবস্থা না থাকায় কার্যক্রম বা দায়িত্ব পালন না করেও পার পেয়ে যায় সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন লা। তিনি ফ্যাসিবাদ সরকার আমলে চুক্তি ভিত্তিক নিয়োগ পেয়েছেন। মংছেন লা হলেন সড়ক ও জনপদ বিভাগের একজন অবসরপ্রাপ্ত ডিপ্লোমা প্রকৌশলী। তার সাংস্কৃতিক কর্মকান্ড ও প্রশাসনিক দক্ষতা না থাকলেও ফ্যাসিবাদ সরকারের দোসর হয়ে দীর্ঘ বছর ধরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে রয়েছেন।
কক্সবাজারের প্রায় চার শতাধিক শিল্পীদের নিয়ে গঠিত “কক্সবাজার জেলা সংগীত শিল্পী পরিষদ” ও শতাধিক সদস্য নিয়ে গঠিত “কক্সবাজার মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন” কে কোনো প্রকার সাহায্য সহযোগিতা না করায় সংস্কৃতি অঙ্গনের অধিকাংশ শিল্পী ও কলাকুশলীরা কেন্দ্রের কার্যক্রমে অসন্তুষ্ট এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আর সাংস্কৃতিক কেন্দ্রের এমন পরিস্থিতি দেখে ক্ষোভ বিরাজ করছে সাংস্কৃতিক কর্মীদের মাঝে। অন্যদিকে সংস্কৃতি চর্চার পরিসর সংকুচিত হওয়ায় তরুণ-তরুণীরা ধীরে ধীরে নিজস্ব সংস্কৃতির প্রতিও বিমুখ হয়ে যাচ্ছে।
সূত্রমতে, এ অঞ্চলে আগত দেশী-বিদেশী পর্যটকদের নিকট কক্সবাজার অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরার কথা বলা হলেও কোনরূপ সাংস্কৃতিক কর্মকান্ড এ কেন্দ্রে পরিচালিত হচ্ছে না। সাংস্কৃতিক পরিমন্ডলে ও প্রতিষ্ঠান পরিচালনায় তার দক্ষতার অভাব রয়েছে। ফলে বর্তমানে কেন্দ্রে কোনরূপ সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে না। শুধুমাত্র জাতীয় দিবস ও অন্যান্য অনুষ্ঠানে অর্থের বিনিময়ে নির্দিষ্ট ৪/৫ জন রাখাইন শিল্পী দিয়ে একই নৃত্য বারবার পরিবেশন করা হয়।সূত্র জানিয়েছে, পরিচালক মংছেন লা নির্বাহী পরিষদ অথবা প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমতি ব্যতিরেখে সরকারি বিধান লংঘন করে অডিটোরিয়াম অর্ধ দিবস ভাড়া দেয়া বন্ধ করে দিয়েছেন। তবে তার পছন্দের লোকদের ক্ষেত্রে পূর্বের ন্যায় অর্ধ দিবস ভাড়া প্রদান করেন। যার কারনে কক্সবাজারের সাংস্কৃতিক সংগঠনসমূহ বেশী ভাড়ায় অডিটোরিয়ামে পূর্ণদিবস সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করতে পারছেন না।
কেন্দ্রের আইন অনুযায়ী প্রতি দুই মাসে অন্তত নির্বাহী পরিষদের ১টি সভা আহবান করতে হয়। তিনি আজ প্রায় দেড় বছর যাবৎ কোন সভা করেননি। অথচ, নির্বাহী পরিষদের একাধিক সদস্য অবৈধভাবে দীর্ঘ সাড়ে ৪ বছর ধরে কেন্দ্রটির একাধিক কক্ষ দখলে রেখেছেন। এ বিষয়ে তিনি কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।
শুধু তাই নয়, কেন্দ্রের অফিস সহায়ক মংহ্রীর বয়স জালিয়াতির (বয়স কমিয়ে ফেলা) বিষয় মন্ত্রণালয়ের একজন উপসচিব এর তদন্তে প্রমাণিত হওয়ায় নির্বাহী পরিষদের সভা আহবান করে মংহ্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয় থেকে নির্দেশ প্রদান করা হয়। প্রশাসনিক মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে তার বিরুদ্ধে প্রায় এক বছর যাবত কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
সূত্র আরও জানিয়েছে, সরকার বিগত ৫ জানুয়ারি ১৯৯৪ তারিখে কক্সবাজার জেলায় বসবাসরত রাখাইন সম্প্রদায়সহ বিভিন্ন জনগোষ্ঠীর রীতিনীতি এবং ঐতিহ্য সম্পর্কে গবেষণা, তাদের সংস্কৃতি সংরক্ষণ ও সমৃদ্ধকরণ ও সাংস্কৃতিক কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
সাংস্কৃতিক কর্মকান্ডে কক্সবাজারকে সমৃদ্ধ ও জোরদার করা, এ অঞ্চলে আগত দেশী-বিদেশী পর্যটকদের নিকট কক্সবাজারের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে যথাযথভাবে তুলে ধরা, আঞ্চলিক নৃত্যগীতসহ পারফর্মিং আর্টের বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করে এতদঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ পূর্বক জাতীয় সংস্কৃতির মূল ধারার সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে বিগত ১৯৯৫ সনে একটি উন্নয়ন প্রকল্প গ্রহন করে।
উক্ত প্রকল্পের অধীনে কক্সবাজারের হোটেল- মোটেল জোনে ২ একর জমি অধিগ্রহণ করে একটি অত্যাধুনিক অডিটোরিয়াম স্থাপন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ পূর্বক কেন্দ্রটি তার কার্যক্রম সুচারুভাবে শুরু করে। অতঃপর ২০০৩ সালে আরেকটি উন্নয়ন প্রকল্প গ্রহন করে অপর একটি ত্রিতলবিশিষ্ট দালান নির্মাণ করে। যার মধ্যে দাপ্তরিক কক্ষসমূহ, লাইব্রেরী, কনফারেন্স হল, গেস্টরুম, ডরমিটোরি, ক্যান্টিন ও প্রার্থনা কক্ষ বিদ্যমান।প্রতিষ্ঠার পর থেকে এই কেন্দ্র কক্সবাজার অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে একটি হৃদ্যতাপূর্ণ পরিবেশে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। যার মধ্যে ছিল কক্সবাজার জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা আয়োজন, গবেষণাধর্মী ‘ঊর্মি’ নামক সাময়িকী প্রকাশনা, জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজন ও সপ্তাহব্যাপী নাট্য উৎসব ও নববর্ষ উৎসব অন্যতম।
এদিকে, বিগত সরকার ২০১০ সালের ১২ এপ্রিল তারিখে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্প্রদায়ের জন্য “ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন” প্রনয়ণ করেন। কক্সবাজারের রাখাইন ও তঞ্চঙ্গা নামক দুটো ক্ষুদ্র নৃ- গোষ্ঠী বসবাস করার কারনে বৃহত্তর জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য চিন্তা না করে এই কেন্দ্রটিকে উক্ত আইনের অধীন করা হয়। আইনের ধারা নং ১২-১৩ মতে কেন্দ্রে জনবলের শতকরা ৮০% ভাগ ও পরিচালক সংশ্লিষ্ট নৃ- গোষ্ঠী হতে বাধ্যতামূলক ভাবে নিয়োগ করতে হয়। এরপর থেকেই এই কেন্দ্রে কক্সবাজারের বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতি চর্চার পথ রুদ্ধ হয়ে যায়।
অন্যান্য পরিচালকগণের আমলে কিছু কিছু বাঙালী তথা বৃহৎ জনগোষ্টীর সংস্কৃতির চর্চা হলেও বর্তমান পরিচালকের সময়ে বন্ধ করে দেয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি বলেন, কোনো সময় কোনো পরিচালক সাংস্কৃতিক কেন্দ্রকে উজ্জীবিত রাখার চেষ্টা করেনি, উদ্যোগও নেয়নি। বরং লুটেপুটে খেয়ে নিজেদের পেট মোটা করেছেন।
এ বিষয়ে কক্সবাজারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ জানান, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন লা দীর্ঘ দিন ধরে কেন্দ্রটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন। দলীয় লোকদের সহযোগিতায় তিনি এসব অনিয়ম দুর্নীতি করেছেন। এ দীর্ঘ সময়ে প্রকৃত কোনো সংস্কৃতি চর্চা করা লোক এ প্রতিষ্ঠান থেকে কোনো সহযোগিতা পাননি।
এসব বিষয়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন লা বলেন, আমি যোগদান করেছি মাত্র দেড় বছর হয়েছে। যে অনিয়মের কথাগুলো বলা হচ্ছে তা আমার আমলে না। আর কক্ষগুলো দখল করে রাখা হয়েছে অনেক আগে। মন্ত্রণালয়ের নির্দেশে খুব দ্রæত সময়ে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রটি সাজানো হবে বলেও তিনি জানান।
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের এ পরিস্থিতি নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক ও সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিষয়টি সর্ম্পকে আমি শুনেছি। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, কক্সবাজার অঞ্চলের শুধু মাত্র রাখাইন জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ ও উন্নয়নের জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের অধীনে বিগত ২০০৫ সালে”রাখাইন সাংস্কৃতিক ইন্সটিটিউট ” নামে ৫০শতক জমির ওপর রামুতে একটি পৃথক সাংস্কৃতিক প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে।