ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানের বিরুদ্ধে যতো অভিযোগ - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০৯-২৮ ১৭:২০:২৬

ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানের বিরুদ্ধে যতো অভিযোগ

ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধানের বিরুদ্ধে যতো অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :  কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধলঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ছলচাতুরি, স্বাক্ষর জালিয়াতি, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অভিযোগ উঠেছে। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ কর্মরত শিক্ষকগণ এ বিষয়টি সরকারি বিভিন্ন দপ্তরে অবগত করেছেন।

জানাগেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল হক চৌধুরী ২৮/১১/২০২৩ তারিখ নিয়মিত মিটিং আহ্বান করে পরিচালনা কমিটির সকলের সম্মতিক্রমে জৈষ্ট্যতার ভিত্তিতে তাকে রেজুলেশন আকারে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এর দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু কোনো ধরনের অফিসিয়াল কর্ম এবং আর্থিক লেনদেন থেকে তাকে সম্পূর্ণ বিরত রেখে সভাপতি ও সহকারি প্রধান জসিম উদ্দিন স্কুল নিয়ে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় বর্তমান ভারপ্রাপ্ত প্রধানের অগোচরে, কোন ধরণের মিটিং আহ্বান না করে গত ১৩/০৮/২০২৪ তারিখে সহকারি প্রধানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেখিয়ে ১টি রেজুলেশন তৈরী করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন। উক্ত রেজুলেশনে তাদের যে স্বাক্ষর দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, ভিত্তিহীন এবং বানোয়াট।

এছাড়াও ওই রেজুলেশনে ২৮/০৮/২০২৪ তারিখ সভাপতির যে স্বাক্ষর দেখিয়েছেন তার পূর্বেই সরকার তার সভাপতি পদ বাতিল করেন। এমতাবস্থায় উক্ত জসিম উদ্দিন ও সাবেক  স্কুল সভাপতি হুমায়ুন কবিরের বির”দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি।

একাধিক শিক্ষক জানিয়েছেন, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন  কৃষি ব্যংক মাতাবাড়ি শাখার সব টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের আশ্রয় নিয়ে  কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বের উপর লোভে পড়ে ২০২৪ সনের এসএসসি পাসকৃত ছাত্র ছাএীদের মাঝে প্রশংসাপত্রও বিতরণ করে এখনও পর্যন্ত এ সংক্রান্ত কোনো হিসেব প্রধান শিক্ষককে তিনি বুঝিয়ে দেননি। এসব কারনে স্কুলের শৃংখলা অবনতি হচ্ছে।

এসব অভিযোগের বিষয়ে সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি তবে এ বিষয়ে মহেশখালী উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি খতিয়ে দেখে সহকারি প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও সাবেক স্কুল সভাপতি হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আহবান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুমিনুল হক চৌধুরী।

আরো সংবাদ