নিউজ ডেস্ক : ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, নাপা সিরাপে ক্ষতিকর কোন উপাদান পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর ওই ব্যাচের কয়েকটি নাপা সিরাপের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল বিকেলে তাদের রিপোর্ট প্রকাশ করেছেন। এরপর দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্টসহ অন্য আলামত পাওয়া গেলে এবং প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মিডিয়া শাখার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. আয়ুব হোসেন জানান, আশুগঞ্জে যে ওষুধের দোকান থেকে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর হয়েছে। ওই দোকান থেকে সিরাপের (ওই ব্যাচের) নমুনাসহ আরও দুটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তিনটি নমুনার রিপোর্ট মানসম্পন্ন। আশপাশের ওষুধের দোকান থেকে আরও একাধিক নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিরাপগুলো পরীক্ষায় ক্ষতির কোন উপাদান পাওয়া যায়নি। এরপরও গ্রামগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জেলা পর্যন্ত যেসব নাপা সিরাপের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হচ্ছে। সেগুলো পরীক্ষা করে দেখা হবে।
দুই শিশুর ময়নাতদন্তের রিপোর্ট, সিআইডির রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পরীক্ষা করে দেখা হবে। শুধু তাই না, ওষুধের অন্য কোন সমস্যা থাকলে ওষুধ আইনে ব্যবস্থা নেয়া হবে।
গতকাল বিকেল ৪টার দিকে মহাখালী ওষুধ প্রশাসন অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মো. ইউসুফসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দুটি তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন, ও কোম্পানির কারখানা পরিদর্শন ও তদন্তে পাওয়া তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ওষুধের গুণগত মানও ভালো বলে তারা জানিয়েছেন।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের তদন্ত কমিটির সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গাজীপুরের বেক্সিমকোর কারখানায় সিস্টেম বহিঃর্ভূত কোন কিছুই পায়নি। আর ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে যে দোকান থেকে দুই শিশুর পরিবার ওষুধ কিনেছিল। ওই দোকানে থাকা আরও ৮টি নাপা সিরাপ তদন্ত কমিটি সংগ্রহ করেছেন। সেগুলো পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে তদন্ত কমিটি সূত্র জানায়।
একজন আইসিইউ বিশেষজ্ঞ বলেন, নাপা সিরাপের গুণগত মান ভালো হলে দুই শিশুর মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন করা হয়নি। ওষুধ সেবনের পর শিশুর কী পরিস্থিতি বা সিনড্রম দেখা গেছে। সবকিছু বিশ্লেষণ করে রহস্য উদ্ঘাটন করা দরকার। শিশু দুটি যে সিরাপ খেয়েছে। ওই সিরাপের বোতল, সিরাপ কতটুকু খেয়েছে। এরপর তাদের শরীরে কী পরিবর্তন এসেছে তার খোঁজ-খবর নিয়ে নেপথ্যে কাহিনী বের করা দরকার।