নাফনদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৩-০৩-০৯ ১৩:১১:৪৪

নাফনদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা

নাফনদী খুলে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন জেলেরা

নিজস্ব  প্রতিবেদক :  কক্সবাজার টেকনাফের নাফনদী খুলে দেয়ায় দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ ) দুপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী টেকনাফ উপজেলা ও পৌর শাখার ব্যানারে সহাস্রাধিক জেলে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এসময় তারা প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

টেকনাফ উপজেলা চত্বরে জেলে সমিতির টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রশিদ আহাম্মদের সঞ্চালনায় ও সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার আলম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রোহিঙ্গা ও মাদক আসার অজুহাতে ৬ বছর ধরে নাফনদীতে মাছ শিকার হতে বিরত রাখা হয়েছে জেলেদের। এর ফলে এ নদী কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করা হাজার হাজার জেলের পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাই তারা নাফনদীতে মাছ শিকারের অনুমতি পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

আরো সংবাদ