নিহত তরুণী শিক্ষক দম্পতির একমাত্র মেয়ে - কক্সবাজার কন্ঠ

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০১-২৩ ১৩:১০:৪৮

নিহত তরুণী শিক্ষক দম্পতির একমাত্র মেয়ে

 নিহত তরুণী শিক্ষক দম্পতির একমাত্র মেয়ে

জসিম সিদ্দিকী কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ বাহারছড়া এলাকায় বন্ধুর সাথে মোটর সাইকেলে ঘুরতে গিয়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে।

নিহত তরুণী ফারহানা আফরিন শিফা (১৯) কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া টিচার পাড়ার আফসার উদ্দিনের মেয়ে। সে কক্সবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় আহত হয়েছে নিহতের বন্ধু শহীদুল আমিন ওরফে তানিব (২২)। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার জাহেদুল ইসলামের ছেলে এবং কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমা শেষ বর্ষের ছাত্র। তারা মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে। এতে কলেজছাত্রী শিফা নিহত এবং তার বন্ধু তানিব গুরুতর আহত হয়।

গেল সোমবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মশিউর রহমান।

ঘটনায় হতাহতের স্বজন ও স্থানীয়দের বরাতে মশিউর রহমান বলেন, গেল সোমবার সকালে দুই বন্ধু-বান্ধবী মোটর সাইকেলযোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে টেকনাফ ঘুরতে যান। বেলা ১২ টায় কক্সবাজার ফেরার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় পৌঁছলে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ীটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে বান্ধবীর মৃত্যু ঘটে এবং বন্ধু গুরুতর আহত হয়। পরে আহত যুবককে স্থানীয়রা উদ্ধার কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত তরুণী রামু উপজেলার কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবছার উদ্দিন ও একই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষিকা রওশন আরা সিকদার রিনার একমাত্র মেয়ে।

আরো সংবাদ