পশ্চিম বাহারছড়া থেকে বিদেশী মদসহ মাদককারি মিশাল গ্রেফতার - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-১৩ ২০:১৪:২১

পশ্চিম বাহারছড়া থেকে বিদেশী মদসহ মাদককারি মিশাল গ্রেফতার

পশ্চিম বাহারছড়া থেকে বিদেশী মদসহ মাদককারি মিশাল গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা : কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। চলমান পর্যটন মৌসুমকে টার্গেট করে কক্সবাজার পৌরসভার কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ বিদেশী মদ বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে চড়া মূল্যে বিক্রয় করে বলে তথ্য পায় র‌্যাব।

উক্ত তথ্যের সত্যতা যাচাই ও মাদক ব্যবসায়ীদের সনাক্তকরণে তদন্ত কার্যক্রম শুরু করে র‌্যাব-১৫ গোয়েন্দা দল। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ ভোরে পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকায় একটি মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বর্ণিত এলাকা হতে ১১ বোতল অবৈধ বিদেশি মদসহ আবিদুল ইসলাম মিশাল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়: আবিদুল ইসলাম মিশাল (২৫), পিতা-আবু ছবুর, সাং-পশ্চিম বাহারছড়া, ১১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

পশ্চিম বাহারছড়া থেকে বিদেশী মদসহ মাদককারি মিশাল গ্রেফতার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় যে, চলমান পর্যটন মৌসুমকে টার্গেট করে কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে উক্ত অবৈধ মদ সংগ্রহ করে চড়া মুল্যে বিভিন্ন পর্যটকদের নিকট বিক্রয় করতো। গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনি কার্যক্রমের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান।

আরো সংবাদ