পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থীর বসতঘরে আগুন, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক নেতাকর্মী - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০১-২৬ ১৫:৩১:২৯

পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থীর বসতঘরে আগুন, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক নেতাকর্মী

নিউজ ডেস্ক : বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় স্থানীয় এমপি শওকত হাচানুর রহমান রিমনের ইশারায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থিত লোকজন স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল এর বসত ঘর ও তার শ্রমিক ইউনিয়ন অফিস ঘরে আগুন দেয়া হয়েছে। এতে ঘরের আসবাবপত্রসহ অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময়ে মোস্তাফিজুর রহমান সোহেলসহ তার সমর্থিত লোকজনের ওপর হামলা চালিয়েছে। ওই সময় সাংবাদিকদের ওপরও বেপরোয়া হামলা চালায় সন্ত্রাসীরা। আজ রাত ৮ টার দিকে একাধিক সাংবাদিক ও স্থানীয় সূত্র ঘটনাটি কক্সবাজ কন্ঠকে নিশ্চিত করেছেন।

পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থীর বসতঘরে আগুন, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক নেতাকর্মী

পাথরঘাটায় স্বতন্ত্র প্রার্থীর বসতঘরে আগুন, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক নেতাকর্মী

জানাগেছে , সন্ত্রাসীদের হামলায় মোস্তাফিজুর রহমান সোহেলসহ তাদের সমর্থিত অর্ধশতাধিক নেতা কর্মী গুরুতর আহত হয়। সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির বরগুনা জেলা প্রতিনিধি ফেরদৌস খান ইমন ও তার ক্যামেরাম্যান, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ, দৈনিক অামাদের সময় পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি, কাজী রাকিবসহ একাধিক সাংবাদিক গুরুতর আহত হয়।
সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করে তাদের ব্যবহৃত মটর সাইকেল ভাংচুর করে এবং মোহনা টিভির সাংবাদিক সুমন ইসলামকে না পেয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তার দোকানে থাকা ৪টি ক্যামেরা, ৩ টি ল্যাপটপ ও ৩ টি কম্পিউটানসহ প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুট করে।

উল্লেখ্য, নির্বাচনের শুরু থেকে একের পর এক স্বতন্ত্র প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের লোকজনের ওপর আওয়মী লীগ দলীয় লোকজন হামলা করলেও প্রশাসন নীরব থাকায় গোটা পাথরঘাটায় আতংক বিরাজ করছে।

আরো সংবাদ