পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১২-৩০ ১০:১৫:২৩

পাহাড় থেকে বনকর্মীসহ ১৯ শ্রমিক অপহৃত

বনবিভাগের ১৯ শ্রমিক অপহৃত, মুক্তিপণ দাবি

টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে বনবিভাগের কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছে বলে জানা গেছে। তবে অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আজ সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে বনবিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। এ ঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

আরো সংবাদ