এমপি কমলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কক্সবাজারের গণমানুষ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২০-০২-০৭ ১৮:৫৪:১৬

এমপি কমলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় কক্সবাজারের গণমানুষ

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক রামু :  মন্ত্রীসভায় রদবদল  হচ্ছে বলে জানাগেছে। তারই ধরাবাহিকতায়  কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয় মুখ, তথ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রী হিসেবে পেতে চায় কক্সবাজারের জনসাধারণরা। এখন বিষয়টি লক্ষ লক্ষ জনতার প্রানের দাবী  হয়ে উঠেছে। মহান জাতীয় সংসদের শ্রেষ্ঠ বক্তা এবং জেলাবাসির দীর্ঘদিনের দাবি সাইমুম সরওয়ার কমলকে মন্ত্রী হিসেবে পাওয়া।
 প্রধানমন্ত্রীর  কাছে কক্সবাজারের গণ মানুষের দাবি  সাইমুম সরওয়ার কমল এমপিকে মন্ত্রী পেতে চায়। স্থানীয় নেতাকর্মীদের এই দাবি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন জানিয়েছেন।  জেলাবাসীর দৃঢ় বিশ্বাস করেন প্রধানমন্ত্রী ২০২০ সালে’র মুজিব বর্ষের উপহার হিসেবে কমলকে মন্ত্রী হিসেবে উপহার দিবেন কক্সবাজারবাসীকে। এদিকে একাধিক নেতাকর্মী জানান জেলাবাসীর প্রানের দাবি কক্সবাজারের উন্নয়নকে বেগবান করার জন্য একজন স্বচ্ছ, দক্ষ, পরিশ্রমি, ক্লিন  ইমেজের একমাত্র প্রতিছবি হচ্ছে এমপি কমল। আজ মন্ত্রিসভার রদবদলে দীর্ঘ প্রতীক্ষার পর কক্সাবাজার জেলাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে  সু- খবর পা্ওয়ার অপেক্ষায় রয়েছেন।

আরো সংবাদ