প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২২-১০-০২ ১৩:১১:০৬

প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর

জসিম সিদ্দিকী : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি বলেছেন, কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। রোহিঙ্গাদের কারণে অর্থনৈতিক খাতের পর কক্সবাজারে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে স্বাস্থ্য সেবায়। জনবহুল এলাকার পাশাপাশি রোহিঙ্গাদের চাপ সামলাতে চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। সেই অবস্থা থেকে উত্তোরণের জন্য কক্সবাজার ১০০টি কমিউনিটি ক্লিনিক পুনঃনির্মাণ করা হচ্ছে।

যেখানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং চিকিৎসা সুবিধা যুক্ত থাকবে। রোববার (২ অক্টোবর) কক্সবাজারের টেকনাফে পুনঃনির্মিত ১২টি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার, মহাপরিচালক আবুল বাশার মুহাম্মদ খুরশিদ আলম, আইওএমের হেড অফ মিশন আব্দুস সাত্তার এসওয়েভ, বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ডান্ডান চেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ ও সিভিল সার্জন ডাক্তার মাহবুবুর রহমান।

বিশ্বব্যাংকের অর্থায়নে কক্সবাজার জেলায় ১০০টি কমিউনিটি ক্লিনিকের পুনঃনির্মাণের কাজ চলছে। এরমধ্যে ১২টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ ও যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন হয়েছে। উদ্বোধনের মাধ্যমে সেই ১২টি ক্লিনিক স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে বাস্তবায়নকারী সংস্থা আইওএম। আগামী বছরের মাঝামাঝি সময়ে বাকি কমিউনিটি ক্লিনিকগুলো স্বয়ংসম্পূর্ণ করে হস্তান্তর করবে সংস্থাটি। এর ফলে প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন মাত্রা পাচ্ছে।

আরো সংবাদ