বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সোমবার

প্রকাশ :  ২০২২-০১-২৬ ১৩:৪৫:০২

বগুড়ায় বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

নিউজ  ডেস্ক :  বগুড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়ার শেরপুর থানার মির্জাপুর ইউনিয়নের রানীরহাট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাজধানী থেকে বগুড়ামুখী হানিফ পরিবহনের বাস ওই এলাকায় অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। একজনকে গুরুতর অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম জানান, বাসটি আমরা হেফাজতে নিয়েছি। ঘাতক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

আরো সংবাদ