বাঁকখালীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

বিষয় :

প্রকাশ :  ২০২০-০৪-১২ ১৩:১৫:২৩

বাঁকখালীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মুহাম্মদ আবু বকর ছিদ্দিক:  বাঁকখালী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর স্কুল ছাত্র ইমনের মরদেহ উদ্ধার হয়েছে। ১২ এপ্রিল বিকাল ৫ টার দিকে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের দক্ষিণ চাকমারকুল মিয়াজী পাড়ার নতুন ব্রীজ সংলগ্ন বাঁকখালী নদী থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে। এর আগে, দুপুরে বাঁকখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে যায় ইমন (১৩)। নিখোঁজ ইমন ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে ও বাংলা বাজার আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। সহপাঠিরা জানান, রবিবার দুপুরে তারা কয়েকজন বন্ধু গোসল করতে নামলে সবাই সাঁতার কেটে একটু দূরে চলে গেলে পানির স্রোত বেশি থাকায় তারা উঠতে পারলেও ইমন উঠতে পারেনি। পরে আমরা ইমনকে খোঁজাখুঁজি করি ও স্থানীয় লোকজনকে জানালে তারা ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়।ইমনের বাবা জসিম উদ্দিন জানান, ইমন আমার দু’ছেলের মধ্যে বড় ছেলে। সে তার মাকে বলে নদীর পাড়ে বন্ধুদের সাথে খেলতে যায়। কক্সবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিস জানান, খবর পেয়ে বাঁকখালী নদীতে উদ্ধার তৎপরতায় চালায়। কিন্তু  তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানান, নিখোঁজ ছাত্রকে মৃত উদ্ধার করে ডুবুরি টিম ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা।

আরো সংবাদ