বান্দরবানের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-১১-১১ ০৭:২২:২২

বান্দরবানের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

বান্দরবানের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক :  বান্দরবান পার্বত্য জেলার নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্ব গ্রহণ করেছে। সোমবার সকালে নব-নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও ১৪ সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ, নির্বাহী প্রকৌশলীসহ জেলা পরিষদের অধীন ২৮টি বিভাগের দফতর প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অধ্যাপক থানজামা লুসাই তার বক্তব্যে বলেন, ‘শিক্ষিত বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং একটি দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করব।’

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় এই লক্ষ্য অর্জন করতে পারলে পার্বত্য জেলা পরিষদ শক্তিশালী ও সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।’

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে অধ্যাপক থানজামা লুসাইকে ১৫ সদস্য বিশিষ্ট নতুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। এর আগে, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে সাবেক চেয়ারম্যান ক‍্যশৈহ্লা পদত্যাগ করলে পদটি শূন্য ছিল। সূত্র : ইউএনবি

আরো সংবাদ