বিএনপির কালো পতাকা মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত - কক্সবাজার কন্ঠ

রোববার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৪-০১-২৭ ১১:৫৯:৪১

বিএনপির কালো পতাকা মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত

বিএনপির কালো পতাকা মিছিল স্লোগানে স্লোগানে মুখরিত

নিউজ ডেস্ক :  দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপির উদ্যোগে আয়োজিত কালো পতাকা মিছিলটি শুরু হয়েছে। নাইটিংগেল মোড় হয়ে ফকিরাপুল-আরামবাগ মোড় ঘুরে নয়া পল্টনে শেষ হওয়ার কথা রয়েছে মিছিলটি। মিছিলে উপস্থিত নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত এই পুরো এলাকা।

আজ শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে থেকে বিকেল সোয়া ৩টার দিকে এ মিছিল শুরু হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

মিছিলে যোগ দিতে বেলা ১১টার পর থেকে নয়া পল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। কালো পতাকায় ছেয়ে গেছে পুরো নয়া পল্টন এলাকা। এ সময় তাদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

এদিকে বিএনপির কালো পতাকা মিছিলকে ঘিরে নয়া পল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

আরো সংবাদ