বিমানবন্দর এলাকা থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার - কক্সবাজার কন্ঠ

বুধবার, ৭ জুন ২০২৩ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বুধবার

প্রকাশ :  ২০২২-০৬-২৮ ১৩:৩২:৩৮

বিমানবন্দর এলাকা থেকে কিশোরের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার বিমানবন্দর এলাকার পার্শ্বে সৈকত থেকে রবিন হোসেন (১৪) নামের এক কিশোরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের উত্তর নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প এলাকার পাশে বালিয়াড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন।

নিহত রবিন হোসন শহরের ঝাউতলা এলাকার মোহাম্মদ শহীদের ছেলে। কক্সবাজার সদর হাসপাতালের মর্গে এসে তারা রবিনের লাশ সনাক্ত করেন।

নিহতের বড় ভাই ফজলে রাব্বি বলেন, রবিন মানসিক ভারসাম্যহীন। সে সোমবার বিকেল ৩টায় বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। এখন মর্গে এসে তার মৃতদেহ পেলাম। তার শরীরের বিভিন্ন অংশে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি সেলিম উদ্দিন জানান, কক্সবাজার বিমানবন্দরের উত্তর প্রান্তে নুনিয়ারছড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নুনিয়ারছড়া এলাকা থেকে এক ব্যক্তিকে মৃত উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে আনা হয়।

পরে নিহতের পরিবারের সদস্যরা এসে শনাক্ত করে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

এদিকে রবিনের মৃত্যুকে কেন্দ্র করে শহরের ঝাউতলা এলাকায় চলছে শোকের ছায়া।

আরো সংবাদ