বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন - কক্সবাজার কন্ঠ

বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বৃহস্পতিবার

প্রকাশ :  ২০২১-১০-০৪ ২০:২২:০২

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন

ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ রাশিয়ায়

নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমস্যা দেখা দিয়েছে। একই সঙ্গে সমস্যা হচ্ছে ফেসবুকের মালিকানাধীন অপর দুটি পরিষেবা- হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামেও। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯ টার পর থেকে ফেসবুকে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। বাংলাদেশসহ বিশ্বজুড়েই হঠাৎ ফেসবুক ডাউন হয়েছে বলে জানা গেছে। ওয়েব ভার্সনের পাশাপাশি ফেসবুকের মোবাইল ভার্সনও ব্যবহার করা যাচ্ছে না।

এদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামও পুরোপুরি ডাউন রয়েছে বলে জানিয়েছে ট্রাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর।

ফেসবুক কর্তৃপক্ষ সমস্যা স্বীকার করে বিবৃতি দিয়েছে। টুইটারে ফেসবুকের কমিউনিকেশন এক্সিকিউটিভ অ্যান্ডি স্টোন বলেন, ‘ফেসবুক অ্যাকসেস করতে অনেকেরই সমস্যা হওয়া সম্পর্কে আমরা অবহিত রয়েছি। সমস্যা সমাধানে কাজ চলছে, যত দ্রুত সম্ভব সেবাগুলো স্বাভাবিক করা হবে। যেকোনো অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

আরো সংবাদ