বার্তা পরিবেশক : আজ বিশ্ব পর্যটন দিবস। নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে পাঁচ তারকা মানের হোটেল সাইমন। সকাল ৯ টায় পর্যটন দিবসের রালি, রক্তদান কর্মসূচি এবং সৈকতের বালিয়াডিতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে পরে কেক কেটে অনুষ্ঠানকে আরও অর্থবহ করা হয়। এতে অংশগ্রহণ করেন সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার সেরা হোটেল ম্যানেজার নির্বাচিত হওয়ায় ম্যানেজার পুবুদু ফার্নান্দেজকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন কক্সবাজার প্রেসক্লাবের সহ সভাপতি জিএএম আশেক উল্লাহ। সাইমন হোটেলের পক্ষ থেকে কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন হোটেল সাইমন এর কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন হোটেল সাইমনের ফুড এন্ড বেভারেজ ম্যানেজার ইমরান হোসাইন শেফ এক্সিকিউটিভ প্যাট্রিক্স গোমেজ, ম্যানেজার সারোয়ার আলম, এক্সিকিউটিভ হাউজকিপার বেলাল হোসেন,এইচআর এডমিন মোরসালিন চৌধুরী,অপারেশন ম্যানেজার (সাইমন হেরিটেজ) কামরুল হাসানসহ কক্সবাজার প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।