নিজস্ব প্রতিবেদক : মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম মিডিয়ার মাধ্যমে জনসাধারণকে অবগত করার কাজটি করে থাকেন জনসংযোগ কর্মকর্তারা। বর্তমানে এই জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য নিয়ম বহির্ভূত ভাবে তদবির ও তৎপরতা চালাচ্ছে বেতারের কতিপয় দলবাজ কর্মকর্তা।
তারা এবার অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টাদের মন্ত্রণালয়ে নিয়োগ পেতে বিভিন্ন জায়গায় তদবীর শুরু করেছেন। এদিকে উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ে তথ্য ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ না দিলে তারাও এবার আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। তথ্য অধিদফতর থেকে সবগুলো মন্ত্রণালয়ে তথ্য-ক্যাডার (জনসংযোগ কর্মকর্তা) দেয়ার সক্ষমতা থাকলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
বেতার ক্যাডারের যেসব কর্মকর্তা বিগত ১০/১২ বছর বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন তারাই আবার উপদেষ্টাদের ডিও নিয়ে দিচ্ছেন তথ্য মন্ত্রণালয়ে।
সকল মন্ত্রণালয়ে পিআরও দেয়ার মতো যথেষ্ট অফিসার তথ্য অধিদফতরের থাকলেও তা দেয়া হচ্ছে না। তাছাড়া তথ্য অধিদফতরের অর্গানোগ্রামেও তথ্য অধিদফতর থেকে সকল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা পদায়নের কথা উল্লেখ আছে। অর্গানোগ্রামে সংশ্লিষ্ট শাখার নাম মিনিস্ট্রিয়াল পাবলিসিটি।
একইসাথে মন্ত্রণালয় গুলোতে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার পিআইডি’র। কিন্তু কোন ক্ষমতাবলে তথ্য মন্ত্রণালয় এই সংযুক্তি দেন, সেটা বোধগম্য নয়। বেতারের যারা কাজ করে তারা প্রেস-মিনিস্ট্রিয়াল না। তারা গত ১৫ বছর ক্ষমতার অপব্যবহার করে পিএমও থেকে সুপারিশ এবং রাজনৈতিক নেতা থেকে ডিও নিয়ে তথ্য সাধারণ ক্যাডারের পদ দখল করে আছে। এবারও তারা রাতারাতি দল পরিবর্তন করে উপদেষ্টাদের জনসংযোগ কর্মকর্ত হিসেবে নিয়োগ পেতে উঠেপড়ে লেগেছে।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত ৪২ জন কর্মকর্তার সংযুক্তি আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা দেওয়া হলেও তা অমান্য করে কয়েকটি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা(বেতারের) এখনো অফিস করছেন। এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা- স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বেতার ক্যাডারের কর্মকর্তারা রয়েছেন। তারা বেতারে যেতে চাইছেন না। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে জনসংযোগ কর্মকর্তা (পিআরও) হিসেবে সংযুক্তিতে কর্মরত বিসিএস (তথ্য) ক্যাডারের এসব কর্মকর্তাদের সংযুক্তি প্রদানের আদেশ বাতিল করে তাদের নিজ দপ্তরে যোগদানের নির্দেশনা প্রদান করা হলো।
যে সকল বেতার ক্যাডারে কর্মকর্তারা এখনো তদবিরে ব্যস্ত তারা হচ্ছেন, উপ-পরিচালক মো. শরীফ মাহমুদ অপু, উপবার্তা নিয়ন্ত্রক মো. জাহিদ হোসেন খান, আবুল বাসার মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারি পরিচালক সৈকত চন্দ্র হালদার, সহকারি পরিচালক তানভীর আহমেদ, মো. রবিউল আউয়াল মারুফ, নাজমুল হোসেন, মো. ইফতেখার হোসেন, মো. আব্দুল্লাহ আল নাহিয়ান, কাজী আরিফ বিল্লাহ, ইফতেখার আলম রাজন, বিপ্লব নাজির ও ফাতেমাতুজ জোহরা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরমধ্য দিয়ে পতন হয় সরকারের। এরপর থেকেই নিয়োগ- বাতিল-পদায়ন ইস্যুতে নতুন-নতুন প্রজ্ঞাপন ও আদেশ জারি হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার ক্ষেত্রে বেতার কর্মকর্তাদের জনসংযোগ কর্মকর্তা হিসেবে পদায়ন বন্ধ করা এখন সময়ের দাবি।