নিজস্ব প্রতিবেদক : মহেশখালী থেকে পা*চারকালে গাছভর্তি ডাম্পার গাড়ি জব্দ করেছে বনবিভাগ। গতকাল রাতে শাপলাপুরের দিনেশপুর বিটের পাহাড়ি এলাকায় গোপন সংবাদে অভিযান চালায় বনবিভাগ। অভিযানে নেতৃত্ব দেন দিনেশপুরের বিট কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ। টের পেয়ে ডাম্পার ভর্তি গাছ ফেলে ড্রাইভারসহ পা*চারকারীরা পালিয়ে যায়। পরে ৪৯ পিস গাছসহ গাড়িটি জব্দ করা হয়। জড়িতদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বনবিভাগের এ কর্মকর্তা।