রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৬টায় রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
একই সময়ে বিভাগের রংপুরে ১৪ দশমিক ৪ ডিগ্রী, নীলফামারীর সৈয়দপুরে ১৪ ডিগ্রী, ডিমলায় ১৩ দশমিক ৫ ডিগ্রী, কুড়িগ্রামের রাজারহাটে ১৪ দশমিক ৫ ডিগ্রী, দিনাজপুরে ১১ দশমিক ২ ডিগ্রী, ঠাকুরগাঁওয়ে ১১ দশমিক ১ ডিগ্রী, লালমনিরহাটে ১৩ দশমিক ৩ ডিগ্রী এবং গাইবান্ধায় ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার পূর্বাভাস রয়েছে।