নিউজ ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ১৫ জন বেসামরিক নাগরিক এবং আহত হয়েছেন আরও ১০ জন। রোববার (১২ জানুয়ারি) রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইনডিপেনডেন্স আর্মি (কেআইএ) এ তথ্য নিশ্চিত করেছে। কেআইএর মুখপাত্র কর্নেল নাও বু জানান, শনিবার দুপুর ১১টার দিকে এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক এবং স্থানীয় দোকানদার ছিলেন।
একজন স্থানীয় বাসিন্দা জানান, আহতদের মধ্যে তিনজন পরে মারা যান। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে ঘটনাস্থলে বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং আশপাশের এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
হামলার এলাকা বর্তমানে কেআইএর নিয়ন্ত্রণে রয়েছে। প্রায় সাত হাজার সদস্যের এই গোষ্ঠী দীর্ঘদিন ধরে কাচিনের স্বায়ত্তশাসন এবং খনিজ সম্পদের নিয়ন্ত্রণের দাবিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। কাচিন রাজ্যে বিপুল পরিমাণ খনিজ সম্পদ ও রত্নপাথরের মজুত রয়েছে, যা চীনে রপ্তানি করা হয়।
উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এরপর থেকে কাচিনসহ বিভিন্ন অঞ্চলে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষ বেড়েছে। ক্ষমতাচ্যুত অং সান সু চির সরকার পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) নামে একটি সশস্ত্র বাহিনী গঠন করে, যা সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। সেনাবাহিনী দাবি করে, কেআইএ পিডিএফকে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে। সূত্র : ফার্স্টপোস্ট