মুসলিম লীগের যে অবস্থা হয়েছে আওয়ামী লীগেরও সেই অবস্থা হবে : ড. অলি আহমদ - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০২-০৪ ১৩:৩০:২৬

মুসলিম লীগের যে অবস্থা হয়েছে আওয়ামী লীগেরও সেই অবস্থা হবে : ড. অলি আহমদ

মুসলিম লীগের যে অবস্থা হয়েছে আওয়ামী লীগেরও সেই অবস্থা হবে : ড. অলি আহমদ

বেলাল হোছাইন, চট্টগ্রাম ব্যুরো : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এল ডি পি)’র সভাপতি, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, মুসলিম লীগের যে অবস্থা হয়েছে আওয়ামী লীগেরও সেই অবস্থা হবে। আওয়ামী লীগ বিনা ভোটে এবং রাতের ভোটে বারবার ক্ষমতায় এসে লুটপাট, অনিয়ম, দুর্নীতির রাম-রাজত্ব কায়েম করেছিল। প্রত্যেক এম.পি, মন্ত্রী, নেতা, পাতিনেতা অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছে। ফলে জুলাই – আগস্ট বিপ্লবের পর তাদের সবাইকে পালাতে হয়েছে। তাদের অপকর্মের প্রতিফল হিসেবে তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তারা আর কখনও বাংলাদেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চা হবে। এখানে অপ-রাজনীতির চর্চা করা যাবে না। সঠিক পাঠদানের মাধ্যমে, একাডেমিক ক্যালেন্ডারের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদেরকে যথোপযুক্তভাবে গড়ে তুলতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত আওয়ামী আমলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়ে ফেলা হয়েছিল।

তিনি আরো বলেন, আমাদেরকে জাগতিক জ্ঞান অর্জণের পাশাপাশি ধর্মীয় জ্ঞানও অর্জণ করতে হবে এবং বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটাতে হবে। প্রত্যেককে নিজ নিজ ধর্মের অনুশাসন মানতে হবে। সন্তানদেরকেও ধর্মীয় আদর্শে গড়ে তুলতে হবে। নইলে তারা আদর্শ মানুষ হবে না। ফেরাউন – নমরুদের মত দানব হবে।

তিনি আজ ৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার দুপুরে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার বাজালিয়ায় অবস্থিত কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রী কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নবীন বরণ, অভিভাবক সমাবেশ এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কলেজ গভর্নিং বড়ির সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া সিকদারের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রধান মুহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ আবুল কাশেম।

বিশেষ অতিথি ছিলেন কলেজের দাতা সদস্য, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের সাবেক ডীন ডক্টর জাহেদ হোসেন সিকদার, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খাঁন, দাতা সদস্য সাইফুদ্দিন হাসান চৌধুরী, বিদ্যোৎসাহী সদস্য গোলাম কিবরিয়া শিমুল, উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা জামায়াতের আমীর সিরাজুল ইসলাম প্রমূখ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনীতিক, শিক্ষাবিদ ও সামাজিক নেতৃবৃন্দ, অভিভাবকমন্ডলী এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত ১৯৯৫ সালে ডক্টর কর্নেল (অব:) অলি আহমদ বীর বিক্রম যোগাযোগ মন্ত্রী থাকাকালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরকেও দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করতে হবে।তিনি দেড় হাজার বছর আগে ইসলামের সূচনালগ্নে ভূমিকা পালনকারী বেশ কয়েকজন নারী সাহাবীর কথা তুলে ধরে বর্তমানের ছাত্রীদেরকেও তাদের পথ অনুসরণ করার আহবান জানান।

তিনি তাঁর পিতা ডক্টর অলি আহমদের সততার  কথা তুলে ধরে নিজেও সৎ পথে থেকে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ