রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু - কক্সবাজার কন্ঠ

মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২৫-০১-১০ ১১:৩১:১৭

রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু

রামুতে অটোরিকশা-মিনিট্রাক সংঘর্ষে যুবকের মৃত্যু

জালাল উদ্দিন কাউছার : কক্সবাজারের রামুতে অটোরিকশার সঙ্গে মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং তিনজন আহত হয়েছে।  আজ শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের রামু ক্রসিং থানার পরিদর্শক আজিজুল বারী ইবনে জলিল। নিহত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩৫) উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মধ্য হলদিয়াপালং এলাকার মৃত কাশেম আলীর ছেলে। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক গণসংযোগ পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাতে আজিজুল বারী ইবনে জলিল বলেন, দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় কক্সবাজারমুখি মিনিট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই একজন নিহত এবং তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

ঘটনার পরপরই ঘাতক মিনিট্রাকটি নিয়ে চালক ও সহকারী পালিয়েছে বলে জানান। নিহতের লাশ রামু হাইওয়ে ক্রসিং থানায় রয়েছে।

আরো সংবাদ