কক্সবাজার : রামুতে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন বিএনপির তদন্ত টিম। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যান ফ্রন্টের মহাসচিব তরুণদের নেতৃত্বে তদন্ত টিম রামু উপজেলার ছেরাংঘাটা রাখাইন মন্দিরে পরিদর্শন করেন। এ সময় তদন্ত টিম মন্দিরের পুরোহিত ও কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলেন।
উল্লেখ্য, রোববার (৭ জানুয়ারি) জাতীয় নির্বাচনের আগের দিন দুষ্কৃতকারীরা উক্ত রাখাইন মন্দিরে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান নির্বাচনকালীন সময়ে দেশের ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে হামলার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত টিমটি রামুতে পরিদর্শনে আসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক হুইপ শাজাহান চৌধুরী, সাবেক এমপি লুৎফর রহমান কাজল ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পার্থ দেব মণ্ডল, জেলা যুবদল নেতা দোলন ধর, বলরাম পাল, কিশোর বড়ুয়া, অরুপ শর্মা, বোটাম বড়ুয়া, মংকিয় রাখাইন, মম রাখাইন, ভুট্রিন রাখাইন, উকেছি রাখাইন ও মিথুন বড়ুয়া।