রামুতে সড়ক দুর্ঘটনায় চালক গুরুতর আহত - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২৫-০২-০৪ ১২:২৬:১৬

রামুতে সড়ক দুর্ঘটনায় চালক গুরুতর আহত

রামুতে সড়ক দুর্ঘটনায় চালক গুরুতর আহত

ইমতিয়াজ ছিদ্দিকী প্রিন্স রামু : কক্সবাজারের রামুতে কাভার্ড ভ্যান ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে ডাম্পার চালক গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ৩ টার দিকে রামু হাসপাতাল গেইট পুরাতন বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। আহত চালক সোহাগ (২৩) কাউয়ারখোপ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড সওদাগরপাড়া গ্রামের মো: হানিফের পুত্র।  ঘটনাস্থল থেকে আহত চালককে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন ।

রামু ফায়ার সার্ভিস ইনচার্জ সৌমেন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত যুবককে উদ্ধার করে রামু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন বলে জানা যায়।

আরো সংবাদ