নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালার বিরানভূমিতে পরিণত হওয়া একসময়ের পাহাড়গুলো আবারও ঢেকে যাচ্ছে সবুজে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্য প্রাণীর অভয়ারণ্য সৃষ্টি ও খাদ্যসংকটে থাকা হাতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব নিরসনে গড়ে তোলা হচ্ছে এসব বনায়ন। ইতোমধ্যে বনের সুফল পাচ্ছে স্থানীয় বাসিন্দা ও বন্য প্রাণী।
উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, সরকারের টেকসই বন ও জীবিকা (সুফল) প্রকল্পের আওতায় গত বর্ষা মৌসুমে রামুর জোয়ারিয়ানালা রেঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে উখিয়ারঘোনায় ২১২ হেক্টর, দোয়ালের ঝিরিতে ১৫০ হেক্টর, ব্যাংডেবার টিটিলাঘাটে ১৫০ হেক্টরসহ মোট ৫১২ হেক্টর বনভূমিতে দ্রুত বর্ধনশীল ১২ লাখ ৮০ হাজার চারা লাগানো হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
রোপণ করা চারাগাছের মধ্যে রয়েছে চিকরাশি, শিমুল তুলা, কদম, আমলকি, অর্জুন,কাঠবাদামসহ বিভিন্ন জাতের চারা। বন বিভাগের কর্মকর্তারা জানান, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চারাগাছগুলো বড় হলে পাহাড়ি এলাকাগুলোর পরিবেশ বদলে যাওয়ার পাশাপাশি বননির্ভর জনগোষ্ঠীর ওপর চাপ কমবে। এরই মধ্যে এই বনায়নকে কেন্দ্র করে হাজারের অধিক দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।