লামায় বিএনপির জনসভায় মানুষের ঢল - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২৫-০২-০৩ ১৩:১৯:৩৩

লামায় বিএনপির জনসভায় মানুষের ঢল

লামায় বিএনপির জনসভায় মানুষের ঢল

মোহাম্মদ শামছুদ্দোহা, লামা : পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার গজালিয়া বিএনপির জনসভায় মানুষের ঢল নেমেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জনসচেতনতার জন্য এ জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় মহিলা সম্পাদিকা সাবেক সংসদ ম্যা মা চিং।

বিশেষ অতিথি ছিলেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র মো. জাবেদ রেজা, লামা উপজেলা বিএন পির সভাপতি, মো. আব্দুর রব, সহ সভাপতি, মাওলানা মো. শামছুদ্দোহা ভারপ্রাপ্ত সেক্রেটারী এডভোকেট জাহাঙ্গীর আলম খান, মো. সাইফুদ্দিন কাউন্সিলর ও পৌর বিএনপির সভাপতি, আইউব আলী কোম্পানি গজালিয়া ইউপির নেতা ,আবুল কালাম, সুমনসহ ওই এলাকার মুরুব্বিগণ উপুস্থিত ছিলেন।

সভায় ম্যা মা চিং ও জাবেদ রেজাকে পেয়ে এলাকাবাসী আনন্দিত ও উৎফুল্ল। সভায় বক্তারা বলেন, অনেক শহীদের রক্তের বিনিময়ে এ দেশকে ফ্যাসিবাদীদের হাত থেকে মহান আল্লাহ রক্ষা করেছেন। বক্তারা আরও বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো বিনির্মানের কোনো বিকল্প নেই। পরিশেষে বক্তারা দ্ব্যার্থহীন কন্ঠে বলেন, আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ পরিচালিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন, এবং বেগম জিয়ার পরিবারস্হ সকলের জন্য দোয়া কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ