লালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন - কক্সবাজার কন্ঠ

সোমবার, ২৯ মে ২০২৩ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রকাশ :  ২০২১-০৯-২২ ১৯:৩৮:৫০

লালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

লালমোহনে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

শাহীন কুতুব লালমোহন প্রতিনিধি :  তৃণমূল পর্যায়ে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম কে আরও বেগবান করার লক্ষে ভোলার লালমোহনের সদর ইউনিয়নে “জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম” এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও লালমোহন ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরার সভাপতিত্বে স্থানীয় চেয়ারম্যান বাজারস্থ “বালামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়” চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত সুবিধাভোগীদের হাতে অনলাইনে পূরণকৃত জন্ম-মৃত্যু সনদ তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রোগ্রামার কাজী নুরুল হক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজান মিয়া, সচিব মো. আবদুল হালিম, প্যানেল চেয়ারম্যান মো. বশির উল্লাহ, ওয়ার্ড ইউপি সদস্য আবুল কালাম, জসিম উদ্দিন, শাহীন মিঝি প্রমূখ।

আরো সংবাদ