লোহাগাড়ায় জুয়ার আসরে যুবক খুন, আটক ৩ - কক্সবাজার কন্ঠ

রোববার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

রবিবার

প্রকাশ :  ২০২৫-০১-১৪ ১৩:০৬:১৫

লোহাগাড়ায় জুয়ার আসরে যুবক খুন, আটক ৩

লোহাগাড়ায় জুয়ার আসরে যুবক খুন, আটক ৩

বেলাল হোছাইন, চট্টগ্রাম ব্যুরো : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। অনলাইন জুয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আজ ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার সকালে উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম এলাকার লালারমার ঘাটা থেকে মোহাম্মদ জাহেদ (২০) নামক এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। সে রসুলাবাদ পাড়ার কোরবান আলীর পুত্র। পেশায় সে একজন রাজমিস্ত্রী।

নিহত জাহেদের মা রিজিয়া বেগম জানান, “আমার ছেলে জাহেদকে ছক্কা খেলার জন্য বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার ৪ জন বন্ধু। এরপর রাতে আর বাড়িতে আসেনি। সকালে একজন রিক্সা চালক এসে বলে, জাহেদকে নাকি কারা মেরে ফেলে রেখে গেছে।”

তিনি আরো বলেন, শুনেছি ওরা একসাথে অনলাইনে জুয়া খেলত। তিনি তার ছেলের খুনিদের শনাক্ত করে কঠিন শাস্তির দাবি জানান।

হত্যাকান্ডের ঘটনার কথা স্বীকার করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ